বিশ্বকর্মা পুজোর পর গণেশ চতুর্থীর দিনেও বঙ্গের আকাশে ঘন মেঘের ঘনঘটা। একাধিক জেলায় রয়েছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস।
Sahely Sen | Published : Sep 19, 2023 1:19 AM IST / Updated: Sep 19 2023, 07:28 AM IST
গণেশ চতুর্থীর দিন তীব্র অস্বস্তিকর আবহাওয়া রয়েছে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে। মঙ্গলবার সারাদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতার আকাশ প্রধানত মেঘলা থাকবে। দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
বুধবারও উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
মঙ্গলবার উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় হালকা বৃষ্টি হতে পারে।