আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪-৫ দিনে উত্তর এবং দক্ষিণ, উভয় বঙ্গেই তাপমাত্রার বদল হওয়ার সম্ভাবনা নেই।
হু হু করে ঢোকা জলীয় বাষ্পের প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাতাসে বিগত কয়েকদিন ধরেই রয়েছে আর্দ্রতার বাড়বাড়ন্ত। এরই মধ্যে কয়েকটি জেলায় বৃষ্টি হয়ে গেছে একটানা। সেই বৃষ্টি সোমবারেও চলতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী চার-পাঁচদিন দিন এবং রাতের তাপমাত্রা একইরকম থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা, খুব বেশি হেরফের হওয়ার সম্ভাবনা নেই।
আবহাওয়া দফতর জানাচ্ছে, সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে, রবিবার যা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অর্থাৎ, আজকের সর্বনিম্ন তাপমাত্রা গতকালের তুলনায় ২ ডিগ্রি কমে গেছে। তবে বেলা বাড়লেই হু হু করে চড়বে পারদ। দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগামী কয়েকদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির আশেপাশেই থাকবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তবে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বলেই জানা গেছে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে, গতকালের চেয়ে ১ ডিগ্রি কমে গিয়েছে সোমবারের তাপমাত্রা। দার্জিলিং জেলায় সোমবার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ৭.২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। যা স্বাভাবিকের থেকে প্রায় ৩ ডিগ্রি বেশি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। এই মাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। পার্বত্য বঙ্গে সোমবার পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বিগত কয়েকদিন বৃষ্টিপাতের সাথে সাথে বজ্রপাতও হওয়ার যে সম্ভাবনা ছিল, সোমবার তা প্রায় নেই বললেই চলে। জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় সোমবার বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দার্জিলিং ও কালিম্পং জেলায় বৃষ্টি চলবে, তবে তার পরিমাণ থাকতে পারে খুবই সামান্য। চলতি সপ্তাহে টানা কয়েকদিন ধরে তাপমাত্রার পারদ একই জায়গায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন-
সোয়েটার-জ্যাকেট না থাকলে পেটের মেদ ঢাকবেন কীভাবে? জেনে নিন গরমকালের বিশেষ স্টাইলিং টিপস
বাংলার গ্রামীণ মানুষের জন্য এবার নতুন প্রকল্প শুরু করল তৃণমূল, দুয়ারে সরকারের পর এবার ‘দুয়ারে আইনি পরিষেবা’
গ্রেফতার হওয়ার ৭ মাস পর বিজ়নেস ম্যানেজমেন্ট শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মানজনক পদ থেকে সরে দাঁড়ালেন পার্থ চট্টোপাধ্যায়