সংক্ষিপ্ত
পশ্চিমবঙ্গের জেলায় জেলায় জারি হয়েছে বিশেষ নির্দেশিকা। পুনর্নিবাচন হওয়ার দিনও অব্যাহত থাকবে এই খারাপ খবর।
ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকেই মদ্যপানে আসক্ত মানুষদের মাথায় হাত পড়তে পারে। কারণ, আগামী প্রায় প্রায় ৫ দিন ধরে পশ্চিমবঙ্গে বন্ধ থাকতে চলেছে সমস্ত মদের দোকান। নির্বাচনের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। মদের দোকানের পাশাপাশি পানশালাও বন্ধ রাখতে হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। এই নির্দেশিকার মধ্যে পড়ছে রাজ্যের সমস্ত পর্যটনকেন্দ্রগুলিও। সেখানেও আগামী ৫ দিন ধরে এই আদেশ বহাল থাকবে। ফলে, উইকেন্ডের ছুটিতে সুরাপ্রেমীদের মন ভার।
পশ্চিমবঙ্গের আবগারি দফতর সূত্রে জানা গেছে, নিয়ম মেনে ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকেই সমস্ত মদের দোকান বন্ধ করে দিতে বলা হয়েছে। তবে, শুধুমাত্র ৮ জুলাই পঞ্চায়েত ভোটের দিন নয়, এই ভোটের পর যখন পুনর্নিবাচন হবে, সেই দিনও বন্ধ থাকবে মদ কেনাবেচা। তারপর ভোটের ফল ঘোষণার দিন, অর্থাৎ, ১১ জুলাই, মঙ্গলবারও বন্ধ রাখতে হবে পানশালা এবং সুরার দোকানগুলি।
জেলায় জেলায় বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের আবগারি দফতর। সেই বিজ্ঞপ্তিতে উল্লেখ্য রয়েছে যে, ৬ জুলাই বিকাল ৫টা থেকে ৮ জুলাই বিকাল ৫টা পর্যন্ত যে সব এলাকায় পঞ্চায়েত নির্বাচন আয়োজিত হয়েছে, সেই এলাকাগুলিতে মদের দোকান অথবা পানশালা বন্ধ রাখতে হবে। এমনকী, ওইসমস্ত এলাকায় হোটেল- রেস্তরাঁগুলিতেও মদ বিক্রি করা যাবে না। ১১ জুলাই ভোটের ফল ঘোষণা হবে। ওই দিনও মদ কেনাবেচা বন্ধ রাখতে হবে। অন্যদিকে, ১০ জুলাই যেসব অঞ্চলে পুনর্নিবাচন আয়োজিত হতে চলেছে, সেখানেও মদ বিক্রি করা বন্ধ রাখতে হবে। অর্থাৎ, চলতি সপ্তাহ থেকে আগামী সপ্তাহ পর্যন্ত মোট ৫ দিন ধরে পশ্চিমবঙ্গে ‘মদিরায় লক্ষ্মীলাভ’ হচ্ছে না। এর দরুন মদের ব্যবসাতেও ব্যাপক প্রভাব পড়তে চলেছে বলে মনে করছেন ব্যবসায়ীরা।
আরও পড়ুন-
ডাক্ট টেপ দিয়ে হাত-পা বেঁধে, তার দিয়ে পেঁচিয়ে জীবন্ত কবর দেওয়া হল ভারতীয় ছাত্রীকে, অস্ট্রেলিয়ায় ভারতীয় ছাত্রের নৃশংস কাণ্ড
‘রাজ্যপালের কি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিয়োগ করার ক্ষমতা আছে?’ তৃণমূল-বিজেপি দ্বন্দ্বের মধ্যেই শিক্ষাবিদদের প্রশ্ন
Sex Tips: সেক্সে সমস্যা? যৌন জীবনে স্ফূর্তি ফিরিয়ে আনতে মেনে চলুন কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস
Benefits of Garlic For Sex: এক কোয়া রসুনেই মিলবে চরম যৌন সুখ, জেনে নিন টোটকা