মাঝ নভেম্বরেই শীত গায়েব! ঘূর্ণাবর্তের কারণে রবিবার থেকে ঘুরে যাবে হাওয়ার গতি

Published : Nov 15, 2025, 02:20 PM IST

নভেম্বর মাসের শুরু থেকেই শীত পড়ে গিয়েছিল। সোয়েটার-চাদর বার করতে হয়েছিল। কিন্তু এবার মাঝ নভেম্বরেই শীত উধাও হওয়ার পালা। তেমনই পূর্বাভাস দিচ্ছে আলিপুর হাওয়া অফিস। 

PREV
17
নভেম্বরের শুরুতেই শীত

নভেম্বর মাসের শুরু থেকেই শীত পড়ে গিয়েছিল। সোয়েটার-চাদর বার করতে হয়েছিল। কিন্তু এবার মাঝ নভেম্বরেই শীত উধাও হওয়ার পালা। তেমনই পূর্বাভাস দিচ্ছে আলিপুর হাওয়া অফিস।

27
রবিবার থেকে হাওয়া বদল

রবিবার থেকে হাওয়া বদলের পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। রবিবার থেকেই বদলে যাবে হাওয়ার গতি। বাতাসে বাড়বে জলীয় বাষ্প। তাতে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বাড়বে তাপমাত্রার পারদ।

37
রবিবারের আবহাওয়া

রবিবার থেকে মঙ্গলবার কুয়াশার সম্ভাবনা বাড়বে রাজ্যে। উত্তর ও দক্ষিণ বঙ্গের সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা রয়েছে। বেশ কিছু জেলায় এতটাই কুয়াশা পড়বে যে দৃশ্যমানতা ২০০ মিটারের নিমে নেমে যাবে। উত্তরবঙ্গের পার্বত্য জেলায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে।

47
ঘূর্ণাবর্ত

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এটি শ্রীলঙ্কা উপকূলের ওপর প্রভাব বিস্তার করবে। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে কোমোরিন এলাকায় সমুদ্রে। দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে একটি আপার এয়ার সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত।

57
দক্ষিণবঙ্গের আবহাওয়া

যার কারণে দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া গায়েব হয়ে যাবে। তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না আগামী শনিবার পর্যন্ত। পশ্চিমী শুষ্ক শীতল হাওয়ার প্রভাব কমবে। দক্ষিণের জেলাগুলিতে পূর্বালী হাওয়া ও জলীয় বাষ্প প্রবেশ করবে। পশ্চিমের জেলাগুলি শীত প্রায় একই রকম থাকবে।

67
উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গে আপাতত শুষ্ক হাওয়া বইবে। বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২-৩ ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে। তবে কুয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

77
কলকাতার আবহাওয়া

কলকাতার তাপমাত্রা সামান্য বাড়বে। রাতের তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস রয়েছে। মঙ্গলবারে কলকাতার তাপমাত্রা ১৯-২০ ডিগ্রির ঘরে থাকবে।

Read more Photos on
click me!

Recommended Stories