আর ঠিক কতদিন থাকবে কনকনে ঠান্ডা? কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট দেখুন ছবিতে

Published : Dec 28, 2025, 06:10 PM IST

শীতের দাপট অব্যাহত দার্জিলিং থেকে দিঘা পর্যন্ত। আজও কনকনে ঠান্ডা রাজ্য জুড়ে। কিন্তু কতদিন থাকবে এমন ঠান্ডা? সেই প্রশ্নই রাজ্য জুড়ে। আপাতত তারই একটি পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। 

PREV
15
কনকনে ঠান্ডা

শীতের দাপট অব্যাহত দার্জিলিং থেকে দিঘা পর্যন্ত। আজও কনকনে ঠান্ডা রাজ্য জুড়ে। কিন্তু কতদিন থাকবে এমন ঠান্ডা? সেই প্রশ্নই রাজ্য জুড়ে। আপাতত তারই একটি পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। আলিপুর হাওয়া অফিসের ওয়েবসাইট অনুযায়ী আপাতত শীতের দাপট থাকছে।

25
কলকাতার তাপমাত্রা

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি। সকালের দিকে সামান্য কুয়াশা থাকতে পারে। কোনও সতর্কতা নেই। তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না বলেও জানিয়েছে আলিপুর হাওয়া অফিসের ওয়েবসাইট।

35
শীতলতম স্থান

রাজ্যের শীতলতম স্থান দার্জিলিং। তাপমাত্রা ছিল ৪.২ ডিগ্রি সেলসিয়াস। এদিন দক্ষিণবঙ্গের সবথেকে কম তাপমাত্রা ছিল বাঁকুড়ায়। ৯.৩ ছিল তাপমাত্রা। উত্তরবঙ্গের সমতল এলাকা আলিপুরদুয়ারের তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস। তাই বাঁকুড়া আর আলিপুরদুয়ারের তাপমাত্রা প্রায় কাছাকাছি ছিল।

45
তাপমাত্রার পরিবর্তন

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, কলকাতা-সহ গাঙ্গেয় উপত্যাকার তাপমাত্রা ৩১ ডিসেম্বরের পর থেকে ধীরে ধীরে বাড়বে। ৩ জানুয়ারি কলকাতায় তাপমাত্রার পারদ পৌঁছাতে পারে ১৬ ডিগ্রিতে। একই অবস্থা হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তাই বলা যেতে পারে ৩১ ডিসেম্বর থেকে ধীরে ধীরে বাড়তে পারে তাপমাত্রা।

55
উত্তরবঙ্গের তাপমাত্রা

উত্তরবঙ্গের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলেও পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। আপাতত উত্তরবঙ্গে কনকনে ঠান্ডা থাকবে। তেমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।

Read more Photos on
click me!

Recommended Stories