প্যাচপ্যাচে গরমে জেরবর দক্ষিণবঙ্গ। সকাল থেকে রাত অস্বস্তি বর্তমান। রেহাই নেই তাপমাত্রা থেকেও। কবে মুক্তি মিলবে? এই প্রশ্নের উত্তর খুঁজছে কলকাতা-সহ জেলাগুলি।
212
সময়ের আগেই বর্ষা
সময়ের আগেই বঙ্গে প্রবেশ করেছে বর্ষা। হাওয়া অফিসের বার্তা অনুযায়ী উত্তরবঙ্গেই থমকে রয়েছে মৌসুমী বায়ু। কবে আসবে দক্ষিণবঙ্গে? উত্তর খুঁজছে দক্ষিণবঙ্গ।
312
দক্ষিণবঙ্গের আবহওয়া
গোটা দক্ষিণবঙ্গ জুড়েই অস্বস্তি চরমে। গাঙ্গেয় উপত্যকার ও উপকূলবর্তী জেলাগুলিতে জলীয় বাষ্প বেশি থাকায় ঘর্মাক্ত আবহাওয়া। আর পশ্চিমের জেলাগুলিতে শুষ্ক হাওয়ার জন্য তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি।
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী তিন থেকে চার দিনের মধ্যেই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত বাড়তে পারে। শুষ্ক আবহাওয়া ও অস্বস্তি বজায় থাকবে বলেও জানিয়েছে হাওয়া অফিস।
612
শুষ্ক গরম আবহাওয়া
কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও মুর্শিদাবাদে শুষ্ক আবহাওয়া থাকবে। গরম হাওয়া বইতে পারে। অস্বস্তি থাকবে।
712
বৃষ্টির পূর্বাভাস
রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস নেই। সোমবার উপকূলের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
812
বুধের আগে বৃষ্টি নয়
আলিপুর হাওয়া অফিসের বার্তা অনুযায়ী বুধবারের আগে বৃষ্টির সম্ভাবনা খুব কম। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে তাতে অস্বস্তি তেমনভাবে কাটবে না।
912
বুধবার বিকেলে বৃষ্টি
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বুধবার বিকেলে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়াতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি আর ঝড়ের সম্ভাবনা রয়েছে।
1012
বর্ষা কবে?
বর্ষা কবে দক্ষিণবঙ্গে আসবে- এই প্রশ্নের উত্তর এখনও দেয়নি আলিপুর হাওয়া অফিস। বুধবার পর্যন্ত অস্বস্তি থাকবে বলেও জানিয়েছে আলিপুর হয় অফিস। দক্ষিণবঙ্গে অনুকূল পরিস্থিতি তৈরি না হওয়া পর্যন্ত বৃষ্টি নয় দক্ষিণবঙ্গে।
1112
উত্তরবঙ্গের আবহাওয়া
আপাতত কয়েকদিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দার্জিলিং-সহ সবজেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে।
1212
কলকাতার তাপমাত্রা
কলকাতার তাপমাত্রা উর্ধ্বমুখী। কলকাতার তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় ১.৫ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯৪ শতাংশ। যার কারণেই অস্বস্তি বাড়ছে।