বৃহস্পতিবার থেকে চলছে ঝড়-বৃষ্টি। বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার পর উত্তর থেকে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে।
এর প্রভাবে হচ্ছে বৃষ্টি। আর এই ঝড় বৃষ্টি চলবে আগামী ৩০ জুন সোমবার পর্যন্ত।
সূত্রের খবর, আজও দক্ষিণ বঙ্গের উপকূলবর্তী জেলা ও পশ্চিমের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে
৭০ থেকে ১৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে জেলায় জেলায়।
বৃষ্টির সম্ভাবনা আছে পুরুলিয়া, বাঁকড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে।
এই কয় জেলায় আছে ভারী বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৪০ থেকে ৪৫ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
দক্ষিণবঙ্গের সব জেলাতে আজ আছে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। ৩০ জুন পর্যন্ত চলবে এই বৃষ্টি।
এদিকে আজ সকাল থেকে আকাশের মুখ ভার। রোদের সামান্য ঝলক টুকুও মেনেনি।
আজ কলকাতা শহরের তাপমাত্রা থাকবে সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ ৩১ ডিগ্রি সেলসিয়াস।
সব মিলিয়ে আজ হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি। দক্ষিণ বঙ্গ ও উত্তরবঙ্গে বিভিন্ন জেলায় আজ হতে পারে বৃষ্টি।
Sayanita Chakraborty