শুক্রবার রথযাত্রা। সকাল থেকেই চলছে প্রস্তুতি। এই মুহুর্তে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে রথযাত্রা উপলক্ষে যাবতীয় প্রস্তুতি। প্রভু জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা দেবীর রথ সুসজ্জিত করা হয়েছে।
28
শুরু জগন্নাথদেবের পুজো
বৃহস্পতিবার রাতেই মন্দিরের ভিতর থেকে ৩টি রথ মন্দিরের ১ নম্বর গেটে নিয়ে আসা হয়েছে । শুক্রবার সকাল ৯টা থেকে পাহান্ডিবিজয় এর মাধ্যমে পুজো শুরু হয়ে গিয়েছে।
38
সকাল থেকেই মিলবে জগন্নাথ দর্শন
জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা দেবীকে মন্দির থেকে রথে বসানো হবে। সকাল সাড়ে ৯টা থেকেই রথ দর্শনের সুযোগ থাকছে পূণ্যার্থীদের জন্য ।
দুপুর ২ নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন মন্দির চত্বরে। দুপুর ২ টো থেকে থেকে ২.৩০ পর্যন্ত বিভিন্ন পুজো আচার অনুষ্ঠান এবং আরতি হবে বলে জানা গিয়েছে।
58
মাসি বাড়ি যাবেন জগন্নাথ
দুপুর ২.৩০ - রথের চাকা গড়াতে শুরু করবে , পৌনে ১ কিমি পথ পেরিয়ে মাসির বাড়ি যাবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা।
68
রথের রশি ছোঁয়ার সুযোগ
জগন্নাথ মন্দিরেই থাকবে পাথরের মূল ৩ টি মূর্তি । দর্শনার্থীরা থাকবেন রাস্তার ধারে ব্যারিকেডের মধ্যে । রথের রশি ছোঁয়ার সুযোগ থাকবে সকলের।
78
দীঘায় কড়া নিরাপত্তা ব্যবস্থা
মহাসমারোহে ভক্তি ও নিষ্ঠার সঙ্গে শতাধিক ভক্ত সমাগমে ভরে উঠেছে সৈকত শহর। আজ জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে দীঘাজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।
88
ভক্ত সমাগম
আর সেই কারণেই ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে রয়েছে। প্রচুর ভক্ত সমাগম হবে বলেও আশা করেছেন স্থানীয়রা। প্রাচীন প্রথা অনুযায়ী রথযাত্রায় জগন্নাথ, সুভদ্রা আর বলরাম রথে চড়ে তাদের মাসির বাড়ি যান। রথযাত্রায় পুরীর সবথেকে এগিয়ে। সেখানে জগন্নাথ, সুভদ্রা আর বলরাম রথে চড়ে মাসির বাড়ি হিসেবে খ্যাত গুন্ডীচায় যান। সেখানেই থাকেন সপ্তাহ ভর।