আজই শেষ হচ্ছে বকেয়া ২৫% DA দেওয়ার সময়সীমা, টাকা হাতে না পেলে এবার কী করবে সরকারি কর্মীরা

Published : Jun 27, 2025, 01:16 PM IST

West Bengal DA Update: সুপ্রিম কোর্টের ১৬ মে-র নির্দেশ অনুযায়ী রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া ২৫% DA বা মহার্ঘ ভাতা দেওয়ার সময়সীমা শেষ হচ্ছে আজ, ২৭ জুন। 

PREV
110
আজ শেষ সময়সীমা

সুপ্রিম কোর্টের ১৬ মে-র নির্দেশ অনুযায়ী রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া ২৫% DA বা মহার্ঘ ভাতা দেওয়ার সময়সীমা শেষ হচ্ছে আজ, ২৭ জুন।

210
রাজ্য সরকারি নির্বিকার

কিন্তু এখনও পর্যন্ত রাজ্য সরকার বা নবান্ন ডিএ নিয়ে টু শব্দটি করেনি। জারি করা হয়নি বিজ্ঞপ্তি।

310
আজ রথের ছুটি

আজ রথের ছুটি। রাজ্যের একাধিক সরকারি অফিস বন্ধ রয়েছে। তাই সাধারণভাবে আজ ডিএ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি নাও হতে পারে।

410
সুপ্রিম কোর্টের নির্দেশ

ডিএ নিয়ে সুপ্রিম কোর্ট বলেছিল, রাজ্য সরকারকে পঞ্চম বেতন কমিশনের অধীনে বকেয়া ২৫ শতাংশ ডিএ জুনের মধ্যেই দিয়ে দিতে হবে। আর ১৫ দিনের মধ্যে এই সংক্রান্ত রিপোর্ট পেশ করতে হবে।

510
রাজ্য সরকারের পদক্ষেপ

ডিএ সংক্রান্ত রিপোর্ট রাজ্য সরকার পেশ করেনি বলে নবান্ন সূত্রের খবর। পাল্ট রাজ্য সরকার সুপ্রিম কোর্টে মডিফিকেশন অ্যাপিল করেছে। সেই মামলার শুনানি হতে পারে জুলাইয়ে - আদালত খোলার পর।

610
রাজ্য সরকারি কর্মীদের পদক্ষেপ

এই অবস্থায় রাজ্যের সরকারি কর্মীরা ডিএ না পেয়ে বড় পদক্ষেপ করতে চলেছে বলে নবান্ন সূত্রের খবর। কারণ রাজ্য সরকার ডিএ না দিলে আদালত অবমাননার দায়ে পড়বে বলেও দাবি রাজ্যের সরকারি কর্মীদের।

710
মামলা করার প্রস্তুতি

রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলি আদালত অবমাননার মামলার প্রস্তুতি নিচ্ছে, যা রাজ্য প্রশাসন এবং কর্মীদের মধ্যে সংঘাত আরও বাড়িয়ে তুলতে পারে। রাজ্য আর রাজ্য সরকারি কর্মীদের সংঘাত আরও বাড়িয়ে তুলবে।

810
রাজ্যের সরকারি কর্মীদের দাবি

কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, সংগ্রামী যৌথ মঞ্চ, ইউনিটি ফোরাম এবং কর্মচারী পরিষদ-এর মতো সংগঠনগুলি এই আইনি লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছে। তাঁদের মতে, রাজ্য সরকার আদালতকে অবমাননা করেছে এবং কর্মীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে।

910
সংঘাত বাড়ার আশঙ্কা

রাজ্য সরকার জুন মাসের মধ্যে ডিএ না দিলে রাজ্যের সরকারি কর্মী আর রাজ্য সরকারের মধ্যে সংঘাত আরও বাড়বে বলেও মনে করছে ওয়াকিবহাল মহল।

1010
আইনি লড়াইয়ের সঙ্গে প্রতিবাদ

রাজ্যের সরকারি কর্মীরা ডিএ না পেলে আইনি লড়াইয়ের পাশাপাশি আন্দোলন আরও জোরদার করতে পারে বলেও জল্পনা শুরু হয়েছে।

Read more Photos on
click me!

Recommended Stories