বসন্ত কালেই অনুভূত হচ্ছে তীব্র গরম। এই গরমের মধ্যেই দোল উৎসব পালন করলেন সকলে।
আর এই দোলের আনন্দ কাটতে না কাটতেই আবহাওয়া নিয়ে বড় আপডেট এল সামনে।
দোলের পর থেকে দক্ষিণ বঙ্গে উধাও হবে শীতের আমেজ। বাড়বে গরমের আমেজ।
কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর-এ বাড়বে গরম।
গরম বাড়বে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান সহ বিভিন্ন জেলায় বাড়বে গরম।
আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে কোনও বৃষ্টির সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গে এবার একেবারে বদল হবে আবহাওয়া। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-র একাধিক স্থানে হতে পারে বৃষ্টি।
এদিকে গরম বাড়বে দক্ষিণবঙ্গে। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি। আর সর্বনিম্ন তাপমাত্রা হবে ২৫ ডিগ্রি সেলসিয়াস।
রোজ ওঠা নামা করছে তাপমাত্রা। দিনের শুরুতে হালকা ঠান্ডা থাকলেও বেলা বাড়ার সঙ্গে বাড়ছে গরম।
জানা যাচ্ছে, এবার মার্চেই তাপমাত্রা ৪০ হতে পারে বলে আশঙ্কা সকলের। সব মিলিয়ে দোলের পর থেকেই বাড়ছে গরম। বাড়ছে অস্বস্তি।
Sayanita Chakraborty