Mamata Banerjee: ৫ লক্ষ টাকা করে ঋণ, বেকার যুবক-যুবতীদের জন্য বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

রাজ্যের ১ লক্ষ ৩০ হাজার তরুণ তরুণীদের পাঁচ লক্ষ টাকা করে ঋণ দেবে রাজ্য সরকার।

পশ্চিমবঙ্গে চাকরিতে নিয়োগ নিয়ে টানাটানি যখন তুঙ্গে, তখনই বেকার যুবক যুবতীদের জন্য উত্তরবঙ্গ সফরে গিয়ে বড় ঘোষণা করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ছেলেমেয়েদের স্বনির্ভর করে গড়ে তোলার জন্য ঋণ দিতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার।

-

বেকার যুব- তরুণদের এককালীন পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। স্বনির্ভরতার নয়া প্রকল্পে ২০২৪ সালের মার্চ মাসের মধ্যে রাজ্যের ১ লক্ষ ৩০ হাজার জন ছেলেমেয়েকে পাঁচ লক্ষ টাকা করে ঋণ দেওয়া হবে সরকারের তরফে। ১২ ডিসেম্বর, মঙ্গলবার, শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় এই ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

-

রাজ্যের কর্মসংস্থানের পরিসংখ্যানের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, সমগ্র ভারত জুড়ে যখন বেকারত্ব বেড়ে গেছে ৪০ শতাংশ, তখন পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের বৃদ্ধি ঘটেছে ৪০ শতাংশেরও বেশি । এটা নিশ্চিতভাবে গর্বের বিষয়। 

-

Latest Videos

দেশজুড়ে যখন মাত্রাছাড়া হয়ে উঠেছে বেকারত্বের সমস্যা, তখন কি বাংলায় উলটপুরাণ ঘটছে? তার ব্যাখ্যা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “অনেকে চাকরির জন্যও সরাসরি মুখ্যমন্ত্রীকে আবেদন করেন। আমরা তাঁদের স্বনির্ভর করে তোলার বিষয়টিও মাথায় রেখেছি। সেকারণেই বেকারদের স্বনির্ভর করে তুলতে ঋণের উদ্যোগ। প্রতি বছর এই প্রকল্পে আমরা ২ লক্ষ ছেলেমেয়েকে ঋণ দিই । এবারে এখনও পর্যন্ত ৭০ হাজার ছেলেমেয়েকে ঋণ দেওয়া হয়েছে। মার্চের মধ্যে বাকি ১ লক্ষ ৩০ হাজার ছেলেমেয়েকে আমরা ৫ লক্ষ টাকা করে ঋণ দেব ।”


-
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari