Rathyatra 2025: রথের দিনই ঘুরে আসুন দীঘা থেকে, কীভাবে সহজে পৌঁছবেন? জানুন একঝলকে

Published : Jun 27, 2025, 08:01 AM IST

Rathyatra Special Train: তিনদিনের লম্বা ছুটি আর প্রথমবার দীঘার রথ চাক্ষুস করতে মন চাইছে? কিন্তু কীভাবে যাবেন বুঝতে পারছেন না? সহজেই সৈকত শহরে পৌঁছানোর জন্য রইল আপনার জন্য মুশকিল আসান।  

PREV
16
দীঘায় রথযাত্রা উৎসব

গত ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন পুরীর আদলে তৈরি দীঘায় জগন্নাথদেবের মন্দিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর এই বছর এটা দীঘায় প্রথম রথযাত্রা উৎসব।

26
কীভাবে পৌঁছবেন দীঘায়?

হাতে তিনদিনের লম্বা ছুটি থাকলেও দীঘায় কীভাবে পৌঁছবেন বুঝতে পারছেন না? তার উপর জগন্নাথদেবের রথ উপলক্ষে এই বছর দীঘায় ২ লক্ষেরও বেশি জনসমাগম হওয়ার আশঙ্কা। এই আবহে আপনি কীভাবে দীঘা পৌঁছবেন? 

36
দিনের দিন ঘুরে আসুন দীঘায়

আপনি যদি একদিনের জন্য দীঘা সফর করতে চান তাহলে আপনার জন্য সবথেকে  স্বাচ্ছন্দ্য এবং আরামদায়ক রুট হল লোকাল ট্রেন পরিষবা। দীঘা যাওয়ার জন্য আপনি হাওড়া থেকে লোকাল ট্রেনে করে পাঁশকুড়া বা মেচেদায় নেমে সেখান থেকে আবার ট্রেন পাল্টে দীঘা লোকালে উঠলেই নামিয়ে দেবে গন্তব্যে

46
বাসেও ভরসা রাখতে পারেন

দীঘা যাওয়ার জন্য আপনি অল্প খরচায় পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দফতরের বাসেও ভরসা রাখতে পারেন। ঘন্টা  চারেকের মধ্যেই এই বাস আপনাকে নামিয়ে দেবে সৈকত শহরে।

56
বিভিন্ন জেলা থেকে শুরু হয়েছে বাস পরিষেবা

এতদিন পর্যন্ত দীঘা যাওয়ার জন্য কলকাতার বাবুঘাট থেকেই মিলত বাস পরিষেবা। এসি-নন এসি সব ধরনের বাসই পাওয়া যেত। তবে রাজ্য সরকারের উদ্যোগে সম্প্রতি হুগলীর পাণ্ডুয়া, বর্ধমানের মেমারি থেকেও মিলছে এই পরিষেবা। 

66
সড়ক পথে ঘুরে আসুন দীঘা

এছাড়াও আপনার যদি নিজের গাড়ি থাকে তাহলে তো আর কোনও কথায় নেই! বাহনদেবকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ুন জগন্নাথদেব দর্শনে। আর নিজের গাড়ি যদি না থাকে তাহলে ভরসা রাখতে পারেন অ্যাপ ক্যাবে বা প্রাইভেট গাড়িগুলিতে। এই গাড়িগুলি দিনের দিন দীঘা পৌঁছে দিতে তিন হাজার টাকা মতোন ভাড়া নেবে। আর পকেট যদি সাথ দেয় তাহলে  মাত্রা পাঁচ হাজার টাকা খরচ করে দিনের দিনই দীঘা ঘুরে ফিরে আসতে পারবেন বাড়িতে। 

Read more Photos on
click me!

Recommended Stories