একাদশ শ্রেণিতে ফেল হাজার হাজার ছাত্রছাত্রী! পুনর্মূল্যায়নেও নেই আগ্রহ, চিন্তায় সংসদ

Published : Jul 04, 2024, 10:36 PM IST
bengal school students

সংক্ষিপ্ত

রাজ্যে একাদশ শ্রেণিতে ফেল হাজার হাজার ছাত্রছাত্রী। রীতিমতো চিন্তায় সংসদ।

রাজ্যে একাদশ শ্রেণিতে ফেল হাজার হাজার ছাত্রছাত্রী। রীতিমতো চিন্তায় সংসদ।

উল্লেখ্য, একাদশ শ্রেণির ফাইনাল পরীক্ষায় ফেল করেছে অনেকেই। একাদশ থেকে দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ হতে পারেননি রাজ্যের কয়েক হাজার পরীক্ষার্থী। এমনকি, তাদের জন্য বিকল্প ব্যবস্থাও করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। পুনর্মূল্যায়নের জন্য ব্যবস্থা করা হয়েছে আলাদা পরীক্ষার।

সেইমতো স্কুলগুলিকে নির্দেশও দেয় সংসদ। কিন্তু সেই পরীক্ষায় অংশ নিতে হলে আগামী ১০ জুলাইয়ের মধ্যে রেজিস্ট্রেশন করার জন্য নির্দেশ দেওয়া হয়। তবে এখনও পর্যন্ত রেজিস্ট্রেশনের যে তথ্য সামনে এসেছে, তাতে রীতিমতো বিস্মিত সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।

কয়েকহাজার ছাত্রছাত্রী ফেল করলেও, ফিরতি পরীক্ষায় বসতে আগ্রহী মাত্র হাজার খানেক পরীক্ষার্থী। বেশিরভাগেরই যেন অনীহা দেখা যাচ্ছে পুনর্মূল্যায়নে। চলতি বছর থেকে নতুন পাঠ্যক্রমের পাশাপাশি সেমিস্টার (Semestar) পদ্ধতিতে পঠনপাঠন চালু করার নির্দেশ দিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)।

সেই নির্দেশিকা অনুযায়ী, আগামী সেপ্টেম্বর থেকে প্রথম সেমিস্টারের পরীক্ষা শুরু হওয়ার কথা। অথচ এখনও পর্যন্ত একাদশ শ্রেণির ফাইনাল পরীক্ষায় যারা ফেল করেছে, তাদের সকলের নাম নথিভুক্তই করা যায়নি। তার জেরে নতুন ক্লাস আদৌ কতজন পড়ুয়াকে নিয়ে শুরু হবে, তা এখনও নিশ্চিত নয়।

পরিসংখ্যান বলছে, চলতি বছর একাদশ শ্রেণিতে (Class XI) ফেল করেছে প্রায় ৯০ হাজারের কাছাকাছি ছাত্রছাত্রী। কিন্তু ৩ জুলাই পর্যন্ত রেজিস্ট্রেশনে দেখা যাচ্ছে যে, পুনর্মূল্যায়নের (Re-Exam) পরীক্ষায় বসতে আবেদন জানিয়েছেন মাত্র ১৩৫০ জন পরীক্ষার্থী। স্বভাবতই, রাজ্যের পড়ুয়াদের পাশ করার আগ্রহ নিয়েই সংশয় তৈরি হয়ে গেছে।

খুবই কম সংখ্যক পরীক্ষার্থী রি-এক্সামের জন্য রেজিস্ট্রেশন করেছেন। যা নিয়ে বেজায় চিন্তায় রয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদও।

আরও পড়ুনঃ

চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের জন্য দুর্দান্ত খবর, অবসরে পাঁচ লক্ষ টাকা সবার অ্যাকাউন্টে

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

BJP vs TMC News: নরেন্দ্র মোদীর সভার আগেই সিঙ্গুরে রাজনৈতিক ঝড়! মুখোমুখি সুকান্ত বমান বেচারাম
'মমতার জেল যাত্রা সময়ের অপেক্ষা', হাইকোর্টের রায়ের পর বিস্ফোরক কৌস্তভ-শঙ্করের