৬ তলাবিশিষ্ট পার্কিং লটের উদ্বোধনের পাশাপাশি ভেহিকেল লোকেশন ট্র্যাকিং ব্যবস্থার উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, মা-বোনেদের নিরাপদ রাখার জন্য এই সিস্টেম চালু করা হচ্ছে।
কলকাতা শহরে নারী নিরাপত্তা আরও নিশ্চিত করতে উদ্যোগী পশ্চিমবঙ্গ সরকার। সোমবার আলিপুরে ৬ তলাবিশিষ্ট গাড়ি রাখার পার্কিং লটের উদ্বোধন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ত দফতরের উদ্যোগে এবং অর্থানুকূল্যে নির্মিত এই পার্কিং লটটিতে কমপক্ষে ৪০০টি গাড়ি রাখা যাবে। নবান্ন, উত্তীর্ণ, ইত্যাদির মতো বিভিন্ন সরকারি ভবনের নামের সঙ্গে মিলিয়ে মুখ্যমন্ত্রী নিজে নবনির্মিত ভবনটির নাম দিয়েছেন ‘সম্পন্ন’। পার্কিং লট লাগোয়া ‘ফুড কোর্ট’-ও থাকছে, যেখানে খাবারদাবার পাওয়া যাবে সুলভ মূল্যে।
সোমবার এই মাল্টি লেভেল কার পার্কিংটির উদ্বোধন করতে এসে আরও একটি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গাড়ির লোকেশন ট্র্যাক করার জন্য পশ্চিমবঙ্গ সরকার একটি বিশেষ ব্যবস্থা চালু করতে চলেছে। কোন গাড়ি কোথায় যাচ্ছে, কত বেশি গতিতে চলছে, সমস্ত তথ্য ট্র্যাক করার জন্য চালু হতে চলেছে এই সিস্টেম। সমস্ত বেসরকারি বাস, সরকারি বাস, পণ্যবাহী গাড়ি, ট্যাক্সি এবং চার চাকার কমার্শিয়াল গাড়িকে এই ট্র্যাকিং সিস্টেমের আওতায় নিয়ে আসা হচ্ছে। এটির নাম দেওয়া হয়েছে ভেহিকেল লোকেশন ট্র্যাকিং কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার অ্যান্ড ভেহিকেল লোকেশন ট্র্যাকিং অ্যাপ।
মমতা বন্দ্যোপাধ্যায় জানান, মা-বোনেদের নিরাপদ রাখার জন্য এই ভেহিকেল লোকেশন ট্র্যাকিং সিস্টেম চালু করা হচ্ছে। কিছু দুষ্টু লোক তো চারিদিকেই আছে, আবার ভালো লোকও আছে। এই ট্র্যাকিং সিস্টেমের মধ্যে দিয়ে সব গাড়িতে পুলিশ ও পরিবহণ দফতর লক্ষ্য রাখবে। কোন গাড়ি কত স্পিডে চলছে, কোনও গাড়িতে কোনও অন্যায় হচ্ছে কি না, কোনও গাড়িতে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে কি না, সব জানা যাবে। সব কমার্শিয়াল গাড়িতেই থাকবে এই ব্যবস্থা। এর ফলে কোন গাড়ি কোথায় যাচ্ছে, কোন রাস্তা দিয়ে যাচ্ছে, কত স্পিডে যাচ্ছে, কতদূর গেল, পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে, সমস্ত তথ্য থাকবে প্রশাসনের হাতে। কোনওকিছু গড়বড় হলেই সঙ্গে সঙ্গে প্যানিক বাটন থাকবে।
প্যানিক বাটন সম্পর্কে বিস্তারিত ব্যখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, “আপনারা যদি দেখেন কেউ কোনও দুষ্টুমি করছে, বা যদি আপনার গাড়ি খারাপ হয়ে যায় বা যদি অন্য কোনও সমস্যায় পড়েন তাহলে প্যানিক বাটন টিপে দেবেন। সেটি গাড়ির মধ্যেই থাকবে। টিপলেই পুলিশ ও ট্রাফিক সঙ্গে সঙ্গে জানতে পারবে আপনি কোনও সমস্যার মধ্যে রয়েছেন। এটি পরিবহণ দফতরের কন্ট্রোল রুম ও পুলিশের সঙ্গে যুক্ত থাকবে।”
আরও পড়ুন-
মঙ্গলবারই ত্রিপুরায় পা রাখছেন শুভেন্দু অধিকারী, বিজেপির ঠাসা কর্মসূচিতে থাকছেন মিঠুন চক্রবর্তী, হেমন্ত বিশ্ব শর্মা
ময়নাতদন্তের জন্য রাখা দেহ নিয়ে ডাক্তারি-শিক্ষার ওয়র্কশপ! আর জি কর হাসপাতালে মানবাধিকার লঙ্ঘনের ভয়ঙ্কর ঘটনা