২৫% ডিএ দিতে খরচ ১০ হাজার কোটি টাকা, মহার্ঘ ভাতা মেটাতে কঠিন চ্যালেঞ্জের সামনে মমতার সরকার

Published : May 17, 2025, 10:08 AM ISTUpdated : May 17, 2025, 10:09 AM IST

DA & WB Govt.: সুপ্রিম কোর্টের নির্দেশ ২৫% ডিএ দিতে গিয়ে রীতিমত বেকায়দায় রাজ্য সরকার। একাধিক কঠিন চ্যালেঞ্জ মমতা বন্গ্যোপাধ্যায়র সরকারের সামনে। 

PREV
112
সুপ্রিম কোর্টের নির্দেশ

সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের বকেয়া মহার্ঘ ভাতার ২৫% দিয়ে দিতে হবে পশ্চিমবঙ্গে সরকারকে।

212
শুক্রবার নির্দেশ

শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। ডিএ মামলার পরবর্তী শুনানি হবে আগামী অগস্ট মাসে।

312
২৫ % ডিএ দিতে খরচ

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্যের সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের ২৫% ডিএ দিতে রাজ্য সরকারের খবর হবে প্রায় ১০ হাজার কোটি টাকা বা তারও বেশি টাকা।

412
রাজ্য সরকারের বক্তব্য

সুপ্রিম কোর্ট প্রথমে ৫০% ডিএ দেওয়ারই কথা বলেছিল। কিন্তু রাজ্যের আইনজীবী অবিষেক মনু সিংভি জানিয়েছিলেন রাজ্যের অর্থনৈতিক সমস্যা রয়েছে। এই পরিমাণ টাকা দিতে রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে। তারপরই সুপ্রিম কোর্ট ২৫% ডিএ দেওয়ার কথা বলে।

512
মমতার সামনে চ্যালেঞ্জ

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ২৫% ডিএ দিতে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারকে একাধিক চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। যদিও এখনও এই বিষয়ে রাজ্য সরকার বা তৃণমূলের কোনও নেতা-নেত্রী মুখ খোলেননি।

612
রাজ্যের সামনে দুটি রাস্তা

তৃণমূলের একটি অংশ ও বিরোধী শিবিরের কথায় সুপ্রিম কোর্টের নির্দেশে কিছুটা হলেও বিপাকে পড়েছে রাজ্য সরকার। রাজ্যের সামনে বর্তমানে দুটি রাস্তা খোলা রয়েছে। একটি সুপ্রিম কোর্টের অন্য বেঞ্চে মামলা করা। আর দ্বিতীয় জনকল্যাণমূলক প্রকল্পের অর্থবরাদ্দ কমানো।

712
আগামী বছর ভোট

মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারের সামনে সবথেকে বড় চ্যালেঞ্জ আগামী বছর বিধানসভা নির্বচন। আর সেই কারণে জনকল্যাণমূলক প্রকল্প থেকে অর্থ বরাদ্দ কমানো হল তার প্রভাব পড়তে পারে ভোট বাক্সে।

812
কোপ পড়বে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে?

রাজ্য সরকারের জনপ্রিয় জনকল্যণমূলক প্রকল্পগুলির মধ্যে একটি হল লক্ষ্মীর ভাণ্ডার। রাড্যের প্রায় ২ কোটি ২১ লক্ষ মহিলা এই প্রকল্পের টাকা পান। রাজ্য সরকারের খরচ হয় প্রায় ৫০ হাজার কোটি টাকা। যার অর্ধেকেরও কম টাকায় রাজ্য সরকারের কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া যাবে।

912
বকেয়া ডিএ দেওয়ার সময়সীমা

বকেয়া ডিএ দেওয়ার সময়সীমা নিয়েও আইনজীবীদের মধ্যে দ্বিমত রয়েছে। অনেকেই বলছেন মাত্র ৪ সপ্তাহ সময় রয়েছে রাজ্য সরকারের হাতে। অন্য একাংশের মতে অগস্টে পরবর্তী শুনানি , তার আগেই মিটিয়ে দিতে হবে বকেয়া ডিএ।

1012
রিজার্ভ ব্যাঙ্কের রিপোর্ট

সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্কের একটি রিপোর্টে বলা হয়েছে পশ্চিমবঙ্গে চলতি অর্থবর্ষের শেষে জিডিপির তুলনায় ঋণের হর ৩৮ শতাংশে গিয়ে ঠেকতে পারে। ঋণের বোঝার নিরিখে বাংলার স্থান ষষ্ঠ।

1112
কেন্দ্রে অটকে রাজ্যের

রাজ্যের নেতা মন্ত্রীদের কথায় কেন্দ্রের কাছে আটকে রয়েছে রাজ্যের প্রচুর অর্থ। যারমধ্যে রয়েছে ১০০ দিনের কাজের টাকা। কিন্তু সেই টাক কবে পাওয়া য়াবে তার নিশ্চয়তা নেই।

1212
জেরবার রাজ্য

একদিকে ভোট, অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ। এই দুই সঁড়াশি আক্রমণে জেরবার রাজ্য। কোথা থেকে ডিএর টাকা মমতা বন্দ্যোপাধ্য়ায় জোগাড় করেন সেটই এখন দেখার।

Read more Photos on
click me!

Recommended Stories