Panchayat Election Results: 'এভাবে জিততে চাইনি', অশোকনগর স্কুলে 'উলটপুরাণ'- জয়ী তৃণমূল প্রার্থী কেঁদে ফেললেন

Published : Jul 12, 2023, 08:46 AM IST
Panchayat Election Result 82 jawans of central forces will be present at each center for panchayat counting on Tuesday bsm

সংক্ষিপ্ত

দলের নেতা কর্মীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েও নিজের জয়কে দাগমুক্ত করতে পারলেন না তৃণমূল কংগ্রেসের রেশমী মণ্ডল। কেঁদে ফেললেন গণনাকেন্দ্রে। 

ভোট গ্রহণ থেকে শুরু করে ভোট গণনা - সর্বত্রই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কারচুপির অভিযোগ উঠেছে। সেখানে সম্পূর্ণ উলটপুরাণ অশোকনগরে। জেতার জন্য তৃণমূল প্রার্থী আস্ত ব্যালট গিলে খাওয়ার ঘটনার সাক্ষী যে বাংলা থাকল সেই বাংলাই এবার দেখল প্রতিপক্ষের জন্য তৃণমূল প্রার্থীকে কেঁদে ভাসাতে। অশোক নম্বর বয়েজ স্কুলে হাবড়া ২ নম্হর ব্লকের বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েতের ভোট গণনা চলছিল। ৫৬ নম্বর বুথের প্রার্থী রেশমী মণ্ডলের সঙ্গে জোর টক্কর চলছিল আইএসএফ প্রার্থী হালিমা বিবির। ভোটের আগে থেকেই স্থানীয়দের ধারনা ছিল দুই প্রার্থীর মধ্যেই মূলত লড়াই হবে। আর সেই থেকেই তৃণমূল কংগ্রেস কর্মীরা নিজেদের প্রার্থীকে রেশমীকে জেতাতে কোনও কুসুর করেননি। অন্যান্য কেন্দ্রের মত এখানেও আইএসএফ প্রার্থীর এজেন্টকে গণনাকেন্দ্রে ঢুকতে বাধা দেয় বলে অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। কিন্তু তার পরের ঘটনাই ওলটপালট করে দেয় সবকিছু।

দলের নেতা কর্মীদের বিরুদ্ধেই রুখে দাঁড়ান মাত্র ২৪ বছরের রেশমী মণ্ডল। কারণে গণনা কেন্দ্রে ঢুকতে না পেরে কেঁদে ফেলেছিলেন আইএসএফ প্রার্থীর এজেন্ট। সেখানেই ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন তৃণমূল প্রার্থী। কিন্তু শেষ রক্ষা হয়নি। আইএসএফ এজেন্টকে গণনা কেন্দ্রে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু দলের নেতা কর্মীদের সঙ্গে পেরে ওঠেননি। শেষে বাইরে বেরিয়ে এসে কেঁদে ফেলেন রেশমী। তিনি বলেন, 'এভাবে আমি জিততে চাইনি।' ঘনিষ্ট মহলে রেশমী জানিয়েছেন তাঁর জয়ে দলের নেতা কর্মীদের জন্যই কাদা লেগে গেছে।

পঞ্চায়েত নির্বাচনে বড় সাফল্য পেয়েছে তৃণমূল কংগ্রেস। পুরো ফল ঘোষণা হওয়ার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় জয়ের জন্য রাজ্যের মানুষ আর দলের নেতা কর্মী সমর্থকদের শুভেচ্ছা জানিয়েছেন। যদিও বিরোধীরা তৃণমূলের বিরুদ্ধে ভোটে কারচুপির অভিযোগ তুলে সরব হয়েছে। মঙ্গলবার থেকে পঞ্চায়েত নির্বাচনের গণনা শুরু হয়েছে। এখনও তা চলছে। এপর্যন্ত ৬৩ হাজার ২২৯টি জেলা পরিষদের আসনের মধ্য়ে ৪১ হাজারের বেশি আসন দখল করেছে তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত সমিতির ৯ হাজার ৭৩০টি আসনের মধ্যে ৪ হাজার ৯৩৮টি আসন তৃণমূলের দখলে। জেলা পরিষদের ৯২৮টি আসনের মধ্যে তৃণমূলের দখলে ৩৪৩টি আসন। দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি। বিজেপি আইনি লড়াইয়েরও হুঁশিয়ারি দিয়েছে। তবে এখনও সেসবে কোনও তোয়াক্কা করছে না তৃণমূল কংগ্রেস। অনেক জায়গায় শুরু হয়েছে বিজয় মিছিল।  শুরু হয়েছে সবুজ আবির খেলা। 

আরও পড়ুনঃ

Weather News: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তি বৃষ্টি হলেও স্বস্তি নেই, আর কী জানাল হাওয়া অফিস

মধ্যরাতে বালুরঘাটের গণানাকেন্দ্র ধর্নায় সুকান্ত মজুমদার, বিজেপি প্রার্থীদের সার্টিফিকেটে কারচুপির অভিযোগ বিডিওর বিরুদ্ধে

ফলপ্রকাশের রাতেও বোমাবাজিতে উত্তপ্ত ভাঙড়, রাতভর পুলিশ - আইএসএফ কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

 

PREV
click me!

Recommended Stories

কেন যান নি গীতাপাঠের অনুষ্ঠানে? দেখুন কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Suvendu Adhikari: বঙ্কিমদা বলায় মোদীকে তুলোধনা তৃণমূলের, পাল্টা দিয়ে চরম আক্রমণ শুভেন্দুর