- Home
- West Bengal
- West Bengal News
- Weather News: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও স্বস্তি নেই, আর কী জানাল হাওয়া অফিস
Weather News: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও স্বস্তি নেই, আর কী জানাল হাওয়া অফিস
- FB
- TW
- Linkdin
আবহাওয়ার পূর্বাভাস
কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও।
কলকাতার আবহাওয়া
হাওয়া অফিসের ওয়েবসাইট অনুযায়ী এদিন কলকাতায় থাকবে মেঘলা আকাশ। সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে।
কলকাতার তাপমাত্রা
কলকাতার তাপমাত্রা সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩৪-২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করব। দুটোই স্বাভাবিক।
বাতাসে আপেক্ষিক আদ্রতা
কলাকায় বাতাসে আপেক্ষিক আদ্রতা থাকবে ৮২ শতাংশ। যা বৃষ্টির সম্ভাবনাকে আরও বাড়িয়ে তুলবে। তবে অস্বস্তিকর গরম থেকে রেহাই নেই।
বর্ষার বৃষ্টি নেই
আষাঢ় মাস শেষ হতে চলল। এখনও বর্ষার টানা বৃষ্টির তেমন ভাবে দেখা নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি। আপাতত টানা বৃষ্টির প্রতীক্ষায় রয়েছে কৃষিজীবীরা।
অস্বস্তি অব্যাহত
আলিপুর হাওয়া অফিস সূত্রের খবর আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির সম্ভবনা নেই। বিক্ষিপ্ত বৃষ্টি হবে। তবে আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
উত্তরে বৃষ্টি
হাওয়া অফিসের ওবেসসাইটের তথ্য অনুযাযী এদিন উত্তরবঙ্গের মালদা ও দুই দিনাজপুরে মাঝারি থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পাঁচ জেলায় বৃষ্টি
আগামী তিন থেকে চার দিন উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং , কোচবিহার ও দার্জিলিংএর ভয়ারী বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে
দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়ে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও তাপমাত্রা কমার কোনও ইঙ্গিত দেয়নি হাওয়া অফিস। উল্টে পারদ সামান্য কিছু চড়তে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।
প্রবল বৃষ্টির প্রতীক্ষা
কলকাতা সহ দক্ষিণবঙ্গের মানুষ এখনও প্রবল আর মুষলধারায় বৃষ্টির প্রতীক্ষায় রয়েছে। কারণ এখনও পর্যন্ত বৃষ্টি হলেও অস্বস্তি কমার কোনও লক্ষণ নেই। আষাঢ় শেষেও গরম আর অস্বস্তি অব্যাহত রয়েছে।