সংক্ষিপ্ত

সুকান্ত মজুমদারের অভিযোগ, গণনায় কারচুপির একাধিক অভিযোগ পেয়েছেন তাঁরা। গণনাকে প্রভাবিত করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

 

ভোট গণনা চলছে। তারই মধ্যে মঙ্গলবার মধ্যেরাতে বালুরঘাটে গণনায় কারচুপির অভিযোগ তুলে ধর্নায় বসলেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। প্রশাসন তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছে বলে অভিযোগ তোলেন তিনি। বালুরঘাট কলেজের একটি গণনাকেন্দ্রের বাইরে ধর্নায় বসেছিলেন তিনি। ভোট গ্রহণের মত ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ভোট গণনাতেও কারচুপি করছে বলে অভিযোগ তুলেও ধর্নায় বসেন তিনি।

সুকান্ত মজুমদারের অভিযোগ, গণনায় কারচুপির একাধিক অভিযোগ পেয়েছেন তাঁরা। গণনাকে প্রভাবিত করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি বলেন, নির্বাচনে বিজেপি প্রার্থীরা জিতলেও তাঁদের সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। প্রশাসন তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছে। তিনি বলেন, প্রথমে ১৫টি আসনে জিতেছিল বিজেপি প্রার্থীরা। কিন্তু সার্টিফিকেট দেওয়া হয়েছিল ১১জন বিজেপি প্রার্থীকে। তাতেও বিজেপি কিছু বলেনি। কিন্তু জেলা থেকে যে তথ্য দেওয়া হচ্ছে সেখানে বলা হয়েছে বিজেপি ১০টি আসন পেয়েছে আর তৃণমূল কংগ্রে, ১২টি আসন পেয়েছে। স্থানীয় ব্লক ডেভলপমেন্ট অফিসার তৃণমূলের হয়ে কাজ করছে বলে অভিযোগ তুলেই তিনি ধর্নায় বসেছিলেন বলেও দাবি করেছেন।

এখানেই শেষ নয় , বিজেপি নেতা আরও বলেন তিনি বিডিওর সঙ্গে দেখা করতে এসেছিলেন। কিন্তু বিডিও তাঁর সঙ্গে দেখা করেনি। তিনি গোটা বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

মঙ্গলবার থেকে পঞ্চায়েত নির্বাচনের গণনা শুরু হয়েছে। এখনও তা চলছে। এপর্যন্ত ৬৩ হাজার ২২৯টি জেলা পরিষদের আসনের মধ্য়ে ৪১ হাজারের বেশি আসন দখল করেছে তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত সমিতির ৯ হাজার ৭৩০টি আসনের মধ্যে ৪ হাজার ৯৩৮টি আসন তৃণমূলের দখলে। জেলা পরিষদের ৯২৮টি আসনের মধ্যে তৃণমূলের দখলে ৩৪৩টি আসন। দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি।

গতকালই শুভেন্দু অধিকারী অভিযোগ করেন ভোটে কারচুপি হচ্ছে।  কোচবিহার আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, নদিয়া এই জেলা পরিষদগুলি বিজেপি দখল করতে পারত। আর বাম কংগ্রেস আর আইএসএফ-এর দখলে থাকত মুর্শিদাবাদ জেলা পরিষদ দখল করতে পারত। ত্রিশঙ্কু জেলা পরিষদ হত উত্তর দিনাজপুর ও মালদা। কিন্তু পরবর্তীকালে রাজ্য শাসকদল তৃণমূল দল বদলের রাজনীতি করে আরও বেশি আসন দখল করতে পারত। শুভেন্দু বলেন 'ভাইপোর বুদ্ধিতেই মমতা এই নির্বাচন পরিচালনা করেছেন। পুলিশ কার্যত উলঙ্গ হয়ে গেছে'। শুভেন্দুও আইনি লড়াইয়ের পথে যাওয়ার কথা বলেছেন। 

আরও পড়ুনঃ

ফলপ্রকাশের রাতেও বোমাবাজিতে উত্তপ্ত ভাঙড়, রাতভর পুলিশ - আইএসএফ কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

কেন্দ্রীয় বাহিনী নিয়ে কেন্দ্রের কোর্টে বল ঠেললেন রাজীব সিনহা, বললেন গণনা 'মোটের ওপর শান্তিপূর্ণ'

স্বামী বিবেকানন্দের মাছ খাওয়া নিয়ে প্রশ্ন তুলে ISKCONএর কোপে জনপ্রিয় সন্ন্যাসী অমোঘ লীলা দাস