
West Bengal Politics: রাজ্যে সড়ক প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ করে ঠিকাদারদের সতর্ক করে দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Sudendu Adhikari)। তিনি বলেছেন, 'এসআইআর-এর (SIR) আতঙ্ক বিহারের ফলাফল (Bihar Assembly Elections 2025 Result) সব মিলিয়ে এই দল বুঝতে পেরেছে আর এবার আসছে না তারা। বিভিন্ন গ্ৰামে ডেভেলপমেন্টের টেন্ডার পাশ করা হয়েছে। এটা নিয়ে আমাদের কোনও আপত্তি নেই । ১৪ বছর তো কোনও কাজ করেনি। ভোটের আগে যদি কাজ করে। সমস্ত স্তরে শিক্ষিতদের বেকার করে রেখেছে। ১,০০০ হাজার বেকার যুবক বিভিন্ন ঠিকাদারি সংস্থার সঙ্গে যুক্ত। ইঞ্জিনিয়ারিং সংস্থা প্রচুর রয়েছে আমাদের রাজ্যে। যেখানে স্বল্প পুঁজির বেকার যুবক-যুবতী যাঁদের বয়স চলে গিয়েছে বা যাঁরা চাকরি পাননি বা চাকরি করতে চান না তাঁদের কাজ দেওয়া হয়। মন্ত্রী প্রদীপ মজুমদার যুক্ত এর সঙ্গে। অনেকেই রয়েছেন যাঁরা টাকা পাননি।'
ঠিকাদারদের উদ্দেশ্যে বিরোধী দলনেতা বলেছেন, ‘কোনও ফান্ড নেই এদের। ঠিকাদারদের বলব, কোনও কাজ নেবেন না । এদের কোনও ফান্ড অ্যালট হয়নি। ভোটের আগে জোর করে কাজ করিয়ে নেওয়া হবে। পথশ্রীর নামে লুটশ্রী করা হচ্ছে। টাকা পাবেন না। আপনারা এই কাজ নেবেন না। বিজেপি (BJP) সরকার আসছে। আপনাদের জন্য আমরা শেষ করব।’
টেন্ডারে লুটপাটের অভিযোগ এনে শুভেন্দু বলেছেন, 'এই টেন্ডারগুলোতে আমাদের তিন জায়গায় অভিযোগ এসেছে। যারা ব্রোকার এইসব জায়গা থেকে আট শতাংশ করে টাকা কালেক্ট করছে । সেইগুলো আসছে ক্যামাক স্ট্রিটে । সৌভিক সরকার সম্পূর্ণ কালেকশনে রয়েছে। ব্রোকার ও। এরা একটা গ্যাং করে পুরো কালেকশন করছে এবং চার শতাংশ টাকা করে তৃণমূলের নির্বাচনী প্রচারের কাজে যুক্ত হচ্ছে। টোটো চালকদের বলব, কোনও টাকা দেবেন না। আপনাদের কোনও অসুবিধা হলে আমাদের জানাবেন। দক্ষিণবঙ্গ হলে সেইদিন আপনার কাছে পৌঁছে যাব আমরা। উত্তরবঙ্গের ক্ষেত্রে একদিন পর পৌঁছে যাব।'
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।