SSC Scam News: এসএসসি-র তরফে প্রকাশিত অযোগ্যদের তালিকায় নাম রয়েছে তৃণমূল কাউন্সিলরের মেয়ের। তারপর কী হল? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

SSC Scam News: এসএসসি-র অযোগ্য তালিকায় নাম রয়েছে রামজীবনপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের দাপুটে তৃণমূল কাউন্সিলর সুজিত পাঁজার মেয়ে প্রিয়াঙ্কা পাঁজার। যদিও ওই কাউন্সিলর ও তার মেয়ে রামজীবনপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আমদান এলাকার স্থায়ী বাসিন্দা। সুপ্রিম কোর্টের নির্দেশের পর দাগি বা অযোগ্য শিক্ষকের তালিকা প্রকাশ করেছে এসএসসি। আর এসএসসির প্রকাশ করা সেই তালিকায় তৃণমূল কাউন্সিলরের মেয়ের নাম । তালিকা প্রকাশ্যে আসতেই রামজীবনপুর পৌর এলাকা জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

জানা গিয়েছে, হুগলি জেলার গোঘাট দু নম্বর ব্লকের তারাহাট হাইস্কুলে শিক্ষকতা করতেন রামজীবনপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুজিত পাঁজার মেয়ে প্রিয়াঙ্কা পাঁজা। এলাকার এক এক বাসিন্দা বলেন ‘’পাড়ার লোকের ভয় রয়েছে তাই কিছু বলার সাহস হচ্ছে না।'' এদিকে বাড়ির কাছাকাছি পৌঁছাতেই সংবাদ মাধ্যমকে দেখেই বাইক নিয়ে তড়িঘড়ি বাড়ি থেকে বেরিয়ে যান সুজিত পাঁজা। গেটে তালা ঝোলানো না থাকলেও বারবার ডেকেও সাড়া পাওয়া গেল না পরিবারের কোনো সদস্যের। এই ঘটনা নিয়ে বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত কুমার বেরা কটাক্ষ করতে ছাড়েনি শাসকদল তৃণমূলকে।

অন্যদিকে, গত শনিবার সুপ্রিম কোর্টের নির্দেশে চিহ্নিত দাগি বা অযোগ্যদের তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। ১৮০৬ জনের তালিকা প্রকাশ করা হয়। কিন্তু যোগ্য প্রার্থীদের একাংশের দাবি আরও অনেক অযোগ্যকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এসএসসির প্রকাশ করা অযোগ্যদের তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয় সোমবার।

বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়। যোগ্য চাকরিহারা শিক্ষকদের পক্ষ থেকে আইনজীবীরা আদালতে প্রশ্ন তোলেন, সিবিআই এর তালিকায় এর থেকেও অনেক বেশি অযোগ্যের নাম থাকলেও এসএসসির প্রকাশিত তালিকায় এত নাম কম কেন? বিচারপতি সঞ্জয় কুমার এসএসসি কে জিজ্ঞাসা করেন সমস্ত অযোগ্যদের নাম তালিকায় রাখা হয়েছে কিনা এবং কোন অযোগ্য নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসার সুযোগ পায়নি তো?

তার উত্তরে এসএসসি-এর আইনজীবী আদালতকে জানান, কোনও অযোগ্য তালিকা থেকে বাদ পড়েননি। এবং কোনও অযোগ্য পরীক্ষায় যাতে বসতে না পারে সেই দিকে সতর্ক এসএসসি। অযোগ্যদের তালিকায় এত নাম কম কেন? তার উত্তরে কমিশনের আইনজীবী প্রীতিকা দ্বিবেদি জানান, সিবিআই এর সেই তালিকার সবাইকে নিয়োগ করা হয়নি। যারা নিযুক্ত হয়েছিল, কমিশন প্রকাশিত তালিকায় শুধু তাদের নামই আছে, যারা নিযুক্তদের মধ্যে দাগি। এদিন সুপ্রিম কোর্ট আবারও কমিশনকে বলেন, কোনও অযোগ্য যেন পরীক্ষায় বসতে না পারে, সেদিকে লক্ষ্য রাখতে। তার উত্তরে কমিশনের আইনজীবী আদালতকে জানান, কমিশন সেদিকে নজর রাখছে। দাগি অযোগ্যদের অ্যাডমিট কার্ড বাতিল করা হয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।