দল তাঁকে বাদ দিলেও দলকে সমর্থনে ঢিলে দেননি পার্থ চট্টোপাধ্যায়, জেলের পথে বলে গেলেন ‘তৃণমূল আরও বাড়বে’

সংশোধনাগার থেকে আদালতে নিয়ে যাওয়ার পথে ফের মুখ ফেরালেন তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। সাংবাদিকদের উদ্দেশে দিয়ে গেলেন ভবিষ্যদ্বাণী। 

শাসক শিবিরে একসময় তিনি ছিলেন প্রধানতম সেনাপতি। পশ্চিমবঙ্গে তাঁর প্রভাব এবং প্রতিপত্তি ছিল বিস্তর। দলীয় সিদ্ধান্ত চূড়ান্তকরণের ক্ষেত্রে তাঁর মতামত ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু, ধীরে ধীরে দিন বদলেছে। পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রীর ওপর নজর পড়েছে কেন্দ্রের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। বাংলা থেকে বড়সড় দুর্নীতির অভিযোগে প্রথম গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। ২০২২ সালে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস ২১ জুলাইয়ের পরের দিনেই সকালবেলা তাঁকে পাকড়াও করে ইডি। তারপর কেটে গেছে প্রায় ৭ মাস। এখনও দলের প্রতি আনুগত্য প্রদর্শনে খামতি রাখছেন না পার্থ।

গ্রেফতার হওয়ার প্রায় ৭ দিনের মধ্যেই তাঁর মন্ত্রীত্ব পদ সরিয়ে নেয় পশ্চিমবঙ্গ সরকার। এরপর শাসক দল তৃণমূলের অন্দরে তাকে সমস্ত গুরুত্বপূর্ণ পদ থেকেও বহিষ্কার করা হয়। দলের পক্ষ থেকে এই বার্তাও স্পষ্ট করে দেওয়া হয় যে, অপর আরেক দুর্নীতিতে গ্রেফতার হওয়া পার্টির হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডলকে দল সম্পূর্ণরূপে সমর্থন করলেও পার্থ চট্টোপাধ্যায়কে কোনও ভাবেই সমর্থন জানানো হবে না। এর কারণ হিসেবে বলা হয় যে, তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের সাথে তাঁর যৌথ ফ্ল্যাট থেকে যে কোটি কোটি টাকার বান্ডিল উদ্ধার হয়েছে, তা বাংলার মানুষ দেখেছেন এবং তা পার্থর বিরুদ্ধে ঘোরতর অপরাধের অভিযোগ বহন করে। ফলত, এর পর থেকেই সমস্ত দলীয় ভিত হারিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। আদালতে তাঁর জামিনের আবেদনও খারিজ হয়েছে বহুবার। কিন্তু, ‘দলের সঙ্গেই আছি’, এই কথাটি একাধিকবার সংবাদমাধ্যমকে জানাতে ভোলেননি পার্থ। বৃহস্পতিবার রাজ্যে ভোটগণনার আবহে আবারও একটি ভবিষ্যদ্বাণী করে গেলেন তিনি।

Latest Videos

২ মার্চ রাজ্যে যখন সাগরদিঘি উপনির্বাচনের গণনা, অন্যদিকে মেঘালয় এবং ত্রিপুরাতেও জোরালো লড়াই দিচ্ছে তৃণমূল কংগ্রেস, তখন সেই আবহে দলের সমর্থনেই মুখ খুললেন এক সময়ের মহা সচিব। তাঁকে যখন আলিপুর সংশোধনাগার থেকে আদালতের পথে নিয়ে যাওয়ার উদ্যোগ করা হচ্ছিল, তখন গাড়িতে পা রেখেই ফের সাংবাদিকদের উদ্দেশে মুখ ফেরালেন তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। বললেন, ‘তৃণমূল দল থাকার, থাকবে। আরও বাড়বে।’ বলা বাহুল্য, দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যখন পারতপক্ষে তাঁর নামটিও উচ্চারণ করা বন্ধ করে দিয়েছেন, সেই পরিস্থিতিতে তিনি দলের হয়ে বারবারই জোরালো সমর্থন প্রদর্শন করা অব্যাহত রেখেছেন।

আরও পড়ুন-
Meghalaya Assembly Election 2023: ১৯ থেকে কমে মাত্র ৬, মেঘালয়ে হ্রাস পাচ্ছে তৃণমূলের আসনসংখ্যা
Tripura Assembly Election 2023 Result News: লেটেস্ট আপডেট প্রকাশ করল নির্বাচন কমিশন, ত্রিপুরায় এগিয়ে কোন দল?
Nagaland Vote Counting News: বিজেপি-এনডিপিপি জোটের বিরুদ্ধে ব্যাপক লড়াই দিচ্ছে এনপিএফ

Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari