সংক্ষিপ্ত

শেষ খবর পাওয়া অনুযায়ী নাগাল্যান্ডের আলংটাকি কেন্দ্রে কিছুটা পিছিয়ে পড়েছে বিজেপি।

ওখা জেলার টিউই কেন্দ্রের আসনে ১১০ ভোটে এগিয়ে রয়েছেন উপ-মুখ্যমন্ত্রী তথা বিজেপি মনোনীত প্রার্থী ওয়াই প্যাটন। এনডিপিপি সুপ্রিমো এতথা নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউ রিও-র বিরুদ্ধে জোরদার ফাইট দিচ্ছে কংগ্রেস। রিওর নিকটতম জাতীয় কংগ্রেস দলের প্রতিদ্বন্দ্বী সেয়েভিলি সাচু। তাঁর বিরুদ্ধে ৬৩৯৪ ভোটে এগিয়ে রয়েছেন এনডিপিপি প্রার্থী নেফিউ রিও।

তবে, আরেকদিকে আলংটাকি কেন্দ্রে পিছিয়ে পড়েছে বিজেপি। এই কেন্দ্রে গেরুয়া শিবিরের হয়ে লড়ছেন নাগাল্যান্ডের বিজেপি সভাপতি তেমজেন ইমনা। NPF-এর শক্ত ঘাঁটি নর্দার্ন আঙ্গামি-১-এ তীব্র প্রতিদ্বন্দ্বীতায় এগিয়ে গিয়েছেন এনডিপিপি প্রার্থী কেখরিয়েল হৌলি । উত্তর আঙ্গামি-তে ২ হাজার ২৯৬ ভোটে এগিয়ে রয়েছেন এনপিএফ-এর প্রার্থী খ্রিহু লিয়েজ়িতসু।

বিরোধীদের ব্যাপক প্রতিদ্বন্দ্বীতাকে টক্কর দিয়েই বেশ আরামদায়ক জয়ের পথে এগিয়ে চলেছেন কেন্দ্রের শাসকদল বিজেপি। নাগাল্যান্ডে গেরুয়া শিবির জোট বেঁধেছে সেই রাজ্যের মুখ্য দল এনডিপিপি (Nationalist Democratic Progressive Party)-র সাথে। সব খবরের লেটেস্ট আপডেট পেতে ক্লিক করুন- bangla.asianetnews.com  

আরও পড়ুন-
Tripura Assembly Election Results 2023: ত্রিপুরায় জয় নিশ্চিত, নাকি ত্রিশঙ্কু ভোটেই সান্ত্বনা পেতে হবে বিজেপিকে? জোরদার টক্কর দিচ্ছে বিরোধী জোট 
নয়া দিল্লিতে মোদী-মেলোনি সাক্ষাৎ, ভারতের প্রধানমন্ত্রীর সাথে গুরুত্বপূর্ণ আলোচনায় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া
নাগাল্যান্ডে জোটবদ্ধভাবে জোরালো টক্কর দিচ্ছে বিজেপি, ৫০ থেকে ৪৬-এর মধ্যেই ওঠানামা করছে স্কোর