ফের দুর্যোগ না স্বস্তি? লক্ষ্মীপুজোর আগে রাজ্যের আবহাওয়া কেমন থাকবে?

Published : Oct 04, 2025, 08:07 PM IST
Ganga

সংক্ষিপ্ত

Weather Forecast: দুর্গাপুজোর (Durga Puja 2025) সময় রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টির ফলে মানুষকে সমস্যায় পড়তে হয়েছে। এই কারণেই লক্ষ্মীপুজোর (Laxmi Puja 2025) সবাই আবহাওয়ার পূর্বাভাসের দিকে নজর রেখেছেন।

DID YOU KNOW ?
ফের ভারী বৃষ্টি!
রাজ্য থেকে এখনই আনুষ্ঠানিকভাবে বিদায় নিচ্ছে না বর্ষা। বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

West Bengal Weather Forecast: সোমবার রাজ্যজুড়ে পুজো মণ্ডপগুলিতে এবং গৃহস্থ বাড়িতে হতে চলেছে কোজাগরী লক্ষ্মীপুজো (Laxmi Puja 2025)। তার আগে আবহাওয়ার পূর্বাভাসের দিকে রাজ্যবাসীর চোখ-কান রয়েছে। কিছুটা ভালো খবর দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। বিশেষ করে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আবহাওয়ার উন্নতি হতে পারে। তবে উপকূলবর্তী জেলাগুলিতে এবং উত্তরবঙ্গের কয়েকটি জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে সামগ্রিকভাবে রাজ্যের আবহাওয়া নিয়ে স্বস্তিতে থাকা যাচ্ছে না। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার থেকে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমছে। তবে বজ্রবিদ্যুৎ-সহ দু'এক পশলা বৃষ্টি হতে পারে। রবিবার আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। সন্ধ্যার মধ্যে দু'এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।

নিম্নচাপ নিয়ে সতর্কতা

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, নিম্নচাপ ওড়িশা থেকে সরে ঝাড়খন্ড হয়ে বিহারের দিকে এগোচ্ছে। এই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। অন্য জেলাগুলিতে বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। রবিবার কলকাতা-সহ সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টির সম্ভাবনা বেশি। সোমবার ও মঙ্গলবার কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। বুধবার ও বৃহস্পতিবার কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

শনিবার উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় প্রবল বৃষ্টির লাল সর্তকতা জারি করা হয়েছে। এই দুই জেলার কিছু অংশে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং, কালিম্পং কোচবিহার ও উত্তর দিনাজপুরে অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি করা হয়েছে। মালদা ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছে। সঙ্গে দমকা ঝোড়ো বাতাস থাকবে সব জেলাতেই। রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি করা হয়েছে। উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সোমবার কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টি হতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
মাঝে আর মাত্র এক দিন, তারপরেই কোজাগরী লক্ষ্মীপুজো।
সোমবার রাজ্যজুড়ে কোজাগরী লক্ষ্মীপুজো হতে চলেছে। তার আগে আবহাওয়া নিয়ে চিন্তা রয়েই গিয়েছে।
Read more Articles on
click me!

Recommended Stories

LIVE NEWS UPDATE: বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের হুমকি হুমায়ুন কবীরের, হস্তক্ষেপে নারাজ কলকাতা হাইকোর্ট
রাজ্যজুড়ে আরও বাড়বে শীতের আমেজ, উইকএন্ডে কেমন থাকবে আবহাওয়া? রইল আবহাওয়ার বিরাট আপডেট