- Home
- West Bengal
- West Bengal News
- এই নাছোড় বৃষ্টি থেকে কবে মুক্তি? কলকাতা-সহ বঙ্গের আবহাওয়া নিয়ে বড় আপডেট
এই নাছোড় বৃষ্টি থেকে কবে মুক্তি? কলকাতা-সহ বঙ্গের আবহাওয়া নিয়ে বড় আপডেট
Weather forecast: বৃষ্টি হবে কি হবে না! এই জল্পনা করতে করতে কেটে গেল গোটা পুজো। দুর্গা পুজো শেষ। মা দুর্গা ফিরে গেছেন কৈলাসে। কিন্তু এখনও বৃষ্টি নাছোড় বঙ্গে।

পুজো শেষ হলও বৃষ্টি অব্যাহত
বৃষ্টি হবে কি হবে না! এই জল্পনা করতে করতে কেটে গেল গোটা পুজো। দুর্গা পুজো শেষ। মা দুর্গা ফিরে গেছেন কৈলাসে। কিন্তু এখনও বৃষ্টি নাছোড় বঙ্গে। একাদশীর সকাল থেকেই আকাশের মুখ কালো। আর ঠিক কতদিন বৃষ্টি চলবে বঙ্গে? উত্তর থেকে দক্ষিণ এই প্রশ্নই ঘুরছে।
বৃষ্টি থেকে রেহাই নেই
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আপাতত বৃষ্টি থেকে রেহাই নেই। বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়িয়ে বৃহস্পতিবারই পৌঁছে গিয়েছিল ওড়িশা উপকূলে। সেখানে কিছুটা হলেও শক্তি হারিয়েছে নিম্নচাপ। কিন্তু তার জেরেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস
নিম্নচাপের কারণে উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই আপাতত কয়েক দিন ধরে বৃষ্টি চলবে। আগামী ২ দিন উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বেশি বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।
কলকাতায় বৃষ্টি
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, কলকাতায় এদিনও বিক্ষিপ্ত হবে। এদিন সকাল থেকেই আকাশ ছিল মেঘলা। বৃষ্টির কারণে কলকাতার তাপমাত্রাও কিছুটা নিম্নগামী। সর্বনিম্ন তাপমাত্র ২৫ .৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও বেশি। আজ থেকে কলকাতায় বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
পশ্চিমের জেলায় বৃষ্টি
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, নিম্নচাপের প্রভাবে পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টি গবে। বীরভূমে বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়়াও পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
উত্তরবঙ্গে বৃষ্টি
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। অন্যদিকে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সতর্কতা রয়েছে। সঙ্গে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস।

