- Home
- West Bengal
- West Bengal News
- ফের নিম্নচাপ বঙ্গে, একাদশীতে ১৬ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
ফের নিম্নচাপ বঙ্গে, একাদশীতে ১৬ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
দুর্গাপুজোর দশমীর পর একাদশীতেও বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার থেকে রাজ্যের ১৬টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। জেনে নিন কোথায় কোথায়।

ষষ্ঠী থেকে ছিল বৃষ্টির সম্ভাবনা। কিন্তু, মা দুর্গার কৃপায় সে বৃষ্টি আর হয়নি। পুজোর অষ্টমীর সন্ধ্যা থেকে বদল হয়েছে আবহাওয়া।। নবমী ও দশমীতে বেড়েছে বৃষ্টি। দশমীর পর একাদশীতে ফের জারি হল বৃষ্টির সতর্কত। ১৬ জেলায় হবে ভারী বৃষ্টি।
আজ শুক্রবার বীরভূনের একটি বা দুটি অংশে হবে ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি হবে। সেখানে জারি হয়েছে কমলা সতর্কতা। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়ায় হবে ভারী বৃষ্টি।
আজ দক্ষিণের বাকি জেলা অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। আজ বইবে ঝোড়ো হাওয়া। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনাতে ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে বইবে হাওয়া। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিদ্রি সেলসিয়াস।
শনিবারও হবে বৃষ্টি। বীরভূম, মুর্শিদাবাদের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। সেখানে জারি আছে হলুদ সতর্কতা। দক্ষিণের বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দক্ষিণের সব জেলায় ঝোড়া হাওয়ার জন্য হলুদ সতর্কতা জারি আছে।
রবিবারও দক্ষিণের অধিকাংশ জেলায় হবে বৃষ্টি। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। ৩০ থেকে ৪০ কিমি বেগে বইবে হাওয়া। তেমনই প্রতিটি জেলায় জারি আছে হলুদ সতর্কতা। আবার সোমবারও অনেক জেলায় হতে পারে বৃষ্টি।

