উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?

Published : Jan 04, 2025, 08:40 PM ISTUpdated : Jan 04, 2025, 08:57 PM IST
train fog

সংক্ষিপ্ত

নববর্ষের শুরু থেকেই দক্ষিণবঙ্গের বাসিন্দারা শীতের আমেজ উপভোগ করছেন। এখনও সেই আবহাওয়া রয়েছে। তবে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে শীতের আমেজ কতদিন বজায় থাকবে, সে বিষয়ে সংশয় রয়েছে।

১ জানুয়ারি থেকে এখনও পর্যন্ত দেখা হয়নি বা ফোনে কথা হয়নি এরকম কারও সঙ্গে দেখা হলে বা কথা হলে এখনও 'হ্যাপি নিউ ইয়ার' বলা যাচ্ছে। নতুন বছরের মৌতাত এখনও মিলিয়ে যায়নি। কিন্তু এরই মধ্যে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বদল আসতে চলেছে। মানুষের মেজাজের চেয়েও দ্রুত বদলে যাচ্ছে আবহাওয়া। নতুন বছরের শুরুতে কয়েকদিন ঠান্ডা আবহাওয়া উপভোগ করার সুযোগ পেয়েছেন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার বাসিন্দারা। কিন্তু আগামী সপ্তাহের শুরু থেকেই তাপমাত্রা বাড়তে চলেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার থেকে দক্ষিণবঙ্গে দিনের বেলার তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। ফলে সামান্য কয়েকদিন কলকাতা ও আশেপাশের জেলাগুলিতে শীতের আমেজ থাকলেও, ফের গরমের অনুভূতি আসতে চলেছে।

কেন ফের বদলে যাচ্ছে আবহাওয়া?

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, পশ্চিমী ঝঞ্ঝায় উত্তর পশ্চিমের শীতল বাতাস ধাক্কা খেয়েছে। এরই মধ্যে বঙ্গোপসাগর থেকে আগত পূবালী হাওয়ার প্রভাব বাড়তে চলেছে। এর ফলেই দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়তে চলেছে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা একইরকম থাকলেও, সর্বোচ্চ তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে চলেছে। রবিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টির পূর্বাভাস নেই। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস নেই। সব জেলাতেই আবহাওয়া শুকনো থাকবে। তবে বৃষ্টি না হলেও ভোরবেলা কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে কুয়াশায় দাপট বেশি থাকতে পারে। যদিও কুয়াশার জন্য সতর্কতা জারি করা হয়নি। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে সকালের দিকে বিক্ষিপ্তভাবে হাল্কা কুয়াশা থাকতে পারে। তবে ভোরবেলা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দৃশ্যমানতা বেশ কিছুটা কমে যেতে পারে। সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন হলে কুয়াশার দাপটও কমে যেতে পারে। ফের জাঁকিয়ে ঠান্ডা পড়া নিয়ে এখনও কোনও আশার খবর শোনায়নি আলিপুর আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় তাপমাত্রা বৃদ্ধি পেলেও, উত্তরবঙ্গে শীতের আমেজ বজায় থাকবে। আগামী সপ্তাহে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে হাল্কা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ভোলবদল হবে আবহাওয়া, কনকনে শীতের দিন কি শেষ? বড় আপডেট হাওয়া অফিসের

জাঁকিয়ে শীতের মাঝে বৃষ্টির পূর্বাভাস, কত নামবে তাপমাত্রা? দেখে নিন আজ কেমন থাকবে শীত

বাংলা জুড়ে শীতের দ্বিতীয় ইনিংসের দাপট জারি! মাসের মাঝে ১০ ডিগ্রীতে নামতে পারে পারদ

PREV
click me!

Recommended Stories

সুপ্রিম হস্তক্ষেপে দেশে ফিরেছেন অন্তসত্ত্বা সোনালী, মমতা-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে বিস্ফোরক মন্তব্য
Today live News: ছুটির দিনে মহানগরের পারদ পতন, শীতে জবুথবু কলকাতায় আর কতটা নামল তাপমাত্রা?