- Home
- West Bengal
- Kolkata
- জাঁকিয়ে শীতের মাঝে বৃষ্টির পূর্বাভাস, কত নামবে তাপমাত্রা? দেখে নিন আজ কেমন থাকবে শীত
জাঁকিয়ে শীতের মাঝে বৃষ্টির পূর্বাভাস, কত নামবে তাপমাত্রা? দেখে নিন আজ কেমন থাকবে শীত
- FB
- TW
- Linkdin
নতুন বছরে নামল পারদ। বুধবার থেকে শুরু হয়েছে শীতের দাপট। বুধের পর বৃহস্পতিতেও বহাল জাঁকিয়ে শীত।
গতকাল কলকাতার তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। আশে পাশে জেলাতেও ছিল জাঁকিয়ে শীত।
গতকাল তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রি ক ছিল। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল সর্বাধিক ৯৬ শতাংশ এবং ন্যূনতম ৬১ শতাংশ।
আজ তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রি। অর্থাৎ গতকালের মতো আজও ঠান্ডা অনুভূত হবে।
এই ঠান্ডার মাঝে এল বৃষ্টির পূর্বাভাষ। আজ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত হবে বৃষ্টি।
হাওয়া অফিস সূত্রে খবর, আজ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় বজায় থাকবে শুষ্ক আবহাওয়া।
বৃষ্টি হবে উত্তরবঙ্গের ৪ জেলায়। বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুর দুয়ারে।
জানা গিয়েছে, এভাবে আরও বাড়তে পারে শীত। মঙ্গলবার থেকে দক্ষিণের জেলাগুলোতে শীতের আমেজ শুরু হয়েছে। এই শীত বাড়বে ক্রমে।
এক ধাক্কায় অনেকটাই কমেছে তাপমাত্রা। কলকাতা শহরের সঙ্গে কমেছে জেলার তাপমাত্রা। পুরুলিয়ায় কাল ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস।
আজও শহর থেকে বিভিন্ন জেলা সর্বত্র বজায় থাকবে ঠান্ডা। এই ঠান্ডার মাঝে মিলেছে বৃষ্টির পূর্বাভাস।