উত্তুরে হাওয়ায় বঙ্গে শুরু শীতের ঝোড়ো ব্যাটিং, আর কতটা নামবে পারদ? রইল বিরাট আপডেট

Published : Dec 11, 2025, 06:38 AM IST

West Bengal Winter Update: ডিসেম্বরের শুরুতেই বঙ্গে অবাধে উত্তুরে হাওয়া। এখনও সেভাবে জাঁকিয়ে ঠান্ডা না পড়লেও ভোরের দিকে স্বাভাবিকের নীচে থাকছে তাপমাত্রা। আর কতটা নামবে পারদ? রইল আবহাওয়া দফতরের বিরাট পূর্বাভাস। 

PREV
15
পশ্চিমবঙ্গের আবহাওয়ার আপডেট

আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, আগামী সাত দিনে তাপমাত্রা খুব একটা তারতম্য নেই। ১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে। শীতের স্পেল চলবে। অবাধ গতিতে উত্তুরে হাওয়া বইছে। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচে অবস্থান করছে। দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিন পশ্চিমের জেলাগুলিতে ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস। উপকূল ও সংলগ্ন এলাকাতে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা হালকা থেকে মাঝারি। দু এক জায়গায় দৃশ্যমানতা সামান্য কমবে। তবে ঘন কুয়াশার কোনও সতর্কবার্তা নেই।

25
পশ্চিমী ঝঞ্ঝার কারণে বাড়বে শীত

উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা। একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যার সঙ্গে ঘূর্ণাবর্ত রয়েছে জম্মু কাশ্মীর এলাকায়। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ১৩ ডিসেম্বর আসবে উত্তর-পশ্চিম ভারতে। যারফলে উত্তরবঙ্গে কুয়াশার ঘনঘটা হতে পারে অন্তত চার জেলাতে। দার্জিলিং সহ পার্বত্য এলাকায় আগামী কয়েক দিন মাঝারি কুয়াশা দৃশ্যমানতার ২০০ মিটারে নেমে আসতে পারে। হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কবার্তা দার্জিলিং ছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে। আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা এই কুয়াশা সতর্কবার্তা।

35
দক্ষিণবঙ্গের আবহাওয়া

তাপমাত্রা অনেকটাই কমেছে। স্বাভাবিকের নিচে রাত ও দিনের তাপমাত্রা। আগামী সাতদিন এমনই থাকবে তাপমাত্রা। বড়সড় তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা কম। সকালের দিকে হালকা কুয়াশা/ ধোঁয়াশা পরে পরিষ্কার আকাশ। আপাতত শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কলকাতায় আজ ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই পারদ। যদিও সামান্য বেড়েছে তাপমাত্রা। পশ্চিমের জেলায় ১১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বনিম্ন তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে আগামী কয়েক দিন। 

45
উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট

উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া। স্বাভাবিকের কাছেই থাকবে তাপমাত্রা। শীতের আমেজ চলবে। তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন নেই। সকালেও রাতে শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীতের অনুভূতি কমবে। দার্জিলিং এর তাপমাত্রা ৫ ডিগ্রির নিচে নামলো পারদ। আগামী সাত দিনে দার্জিলিং সহ পার্বত্য এলাকায় তাপমাত্রা চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস। মালদহ সহ-সমতলের জেলায় ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

55
মহানগরে পারদ পতন

সামান্য তাপমাত্রা বাড়লে ও কলকাতায়  ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পারদ। তাপমাত্রা এরকমই থাকবে। শীতের আমেজ চলবে। সপ্তাহের মাঝে সামান্য নামতে পারে পারদ। ১৪ ডিগ্রি থেকে ১৬ ডিগ্রির মধ্যেই থাকবে কলকাতার তাপমাত্রা। মূলত পরিষ্কার আকাশ। সকালে হালকা কুয়াশা ধোঁয়াশা। পরে পরিষ্কার আকাশ। শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকাল-সন্ধ্যে শীতের আমেজ। দিনেও শীতের অনুভূতি। রাত ও দিনের দুটো সময়ের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

Read more Photos on
click me!

Recommended Stories