BJP News: শমীক-দিলীপ আঁতাত! রাজ্য বিজেপিতে কি দেখা যাবে নতুন সমীকরণ

Published : Jul 05, 2025, 12:59 PM IST

বিজেপির দুই আদি নেতা শমীক ভট্টাচার্য আর দিলীপ ঘোষ। তাই শমীকের জমানায় গেরুয়া শিবিরে দিলীপের অবস্থা কী হবে তাই নিয়ে আলোচনা শুরু হয়েছে। 

PREV
110

শমীক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব নিয়েছেন বৃহস্পতিবার। কিন্তু মাত্র দুই দিনেই সক্রিয় হয়েছে বিজেপির একাধিক লবি। যারমধ্যে রয়েছে শুভেন্দু আর সুকান্তর লবিও।

210

বিজেপির সবথেকে সফল রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এখনও এই বিত্ত থেকে অনেকটাই দূরে অবস্থান করছেন। কিন্তু নিজের অবস্থান সম্পর্কে সম্প্রতি তিনি বোমা ফাটিয়েছেন।

310

নিজের অবস্থান সম্পর্কে স্পষ্ট করে কিছু না বললেন তাঁর অনুগামীদের মতে দলে যদি দিলীপ ঘোষ প্রাপ্য সম্মান না পেলে দল ছাড়তে দ্বিধা বোধ করবেন না।

410

ইতিমধ্যেই নতুন দল গঠন করছেন দিলীপ ঘোষ, এমনটাই জল্পনা গোটা রাজ্য জুড়়ে। হিন্দু সেনা নাম হবে সেই দলের। যদিও দিলীপ এখনও এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন।

510

দিলীপ ঘোষ তৃণমূলে যোগ দিতে পারেন - এমন জল্পনাও দানা বাধছেন। কারণ দিলীপ ঘোষ ২১ জুলাই পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। তিনি বলেছেন, 'কল্পনা করতে তো পয়সা লাগে না। অনেকেই করছে। ২১ তারিখ পর্যন্ত কল্পনার ডেট দেওয়া হয়েছে। তারিখ পে তারিখ। কিছু একটা মার্কেটে থাকে। দিলীপ ঘোষ মার্কেটে আছে।'

610

অন্যদিকে শমীক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পরই দিলীপ ঘোষ ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন। আর শমীক আর দিলীপ দুজনেই বিজেপির আদি নেতা। তাদের মধ্য়ে তালমিলও যথেষ্ট ভাল বলে মনে করেন বিজেপির নেতারা। তাতেই জল্পনা উস্কে দিচ্ছেন দলের মধ্যে দিলীপের সক্রিয় হওয়া নিয়ে।

710

অন্যদিকে সুকান্ত মজুমদারের লবির অনুমান শমীক জমানায় তাঁদের ডাপপালা ছাঁটা হতে পারে। আর শুভেন্দ অধিকারীর ঘনিষ্টদের অনুমান বিরোধী দলনেতার মত উগ্র হিন্দুত্বের পথে হাঁটবেন না শমীক। তিনি কিছুটা মধ্যে লয়ে চলবেন।

810

দিলীপ ঘোষ দলের কোনও পদে নেই। তিনি সাংসদ বা বিধায়ক নন। কিন্তু তারপরেও তাঁর জনপ্রিয়তা রাজ্যের অন্যান্য বিজেপি নেতাদের থেকে অনেক বেশি বলেও মনে করেন দলের একটা বড় অংশ। আর দিলীপের এই জনপ্রিয়তাকেও কাজে লাগাতে মরিয়া চেষ্টা করবেন শমীক।

910

শমীক দীর্ঘ দিনের বিজেপির মুখপাত্র। একাধিক ভোটে দাঁড়ালেও তাঁকে সেই অর্থে জননেতা বলা যায় না। তিনি দলের বাগ্নী নেতা হিসেবেই পরিচিত। তাই দিলীপের মত জননেতাকে তিনি দলে গুরুত্বপূর্ণ পদ দিয়ে ফিরিয়ে আনতে পারেন বলেও মনে করছেন বিজেপির শীর্ষস্থানীয় কয়েকজন নেতা।

1010

বিজেপির অন্দরের খবর রাজ্য সভাপতি হয়েই শমীর ভট্টাচার্য আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য ঘর গোছানোর কাজ শুরু করেছেন। আর তাতে দিলীপের একটা বড় ভূমিকা থাকতে পারে বলেও অনুমান বিজেপির পুরনো নেতাদের।

Read more Photos on
click me!

Recommended Stories