এরপর সাধারণত দুটি পদ্ধতিতে বা ধাপে এই নামের তালিকা খুঁজে বের করতে পারবেন। যেমন ধরুন বিবরণ দ্বারা অনুসন্ধান। এর জন্য আপনার পিতার অথবা স্বামীর নাম, বয়স, জন্ম তারিখ, লিঙ্গ, রাজ্যের নাম দিয়ে সার্চ করতে হবে। এভাবে খুঁজে না পেলে ভোটার কার্ডের এপিক নম্বর অথবা বিধানসভা কেন্দ্রের নাম, ক্ষেত্রের নম্বর দিয়ে খুঁজতে থাকুন। এরপর সমস্ত তথ্য মিলে গেলে ক্যাপচা দিয়ে সংশ্লিষ্ট পেজে লগইন করুন। আর যাচাই করে নিন আপনার ভোটার কার্ডের আপডেট সহ সমস্ত তথ্য।