এনুমারেশন ফর্ম জমা দেওয়ার পরও SIR তালিকায় নাম নেই আপনার! কী করবেন? জানুন এক ক্লিকে

Published : Nov 22, 2025, 10:15 AM IST

WB SIR Update: এসআইআর-এর এনুমারেশন ফর্ম জমা দেওয়ার পরও এসআইআর তালিকায় যদি আপনার নাম না খুঁজে পান তাহলে কী করবেন? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো  গ্যালারি…

PREV
15
SIR নিয়ে বড় আপডেট

এসআইআর বা এনুমারেশন ফর্ম ফিলাপ করে আপনি বিএলও-র কাছে জমা দিয়েছেন অথবা অনলাইনে সমস্ত কাজ করে ফেলেছেন। কিন্তু শেষ পর্যন্ত কাজটা হলো কী বুঝবেন কী করে? কারণ, সেটা তো দেখতে হবে আপনাকে। এর জন্য আপনাকে নির্বাচন কমিশনের পোর্টালে ঢুকতে হবে। তবে এই পদ্ধতিট়া মোটেও জটিল নয়। আপনার ফোনে অথবা বাড়িতে ইন্টার নেট সংযোগ থাকলেই ঘরে বসে কাজটি সেরে ফেলতে পারবেন নিজেই। 

25
কীভাবে করবেন এই কাজ?

আপনার বুথ লেভেল অফিসার বা বিএলও ভোটার তালিকায় আপনার নাম জুড়েছে কীনা তা জানতে হলে প্রথমেই আপনাকে সরকারি ওয়েবসাইটে যেতে হবে। এরজন্য প্রথমেই আপনাকে NVSP অথবা CEO-র সরকারি ওয়েবসাইটে যেতে হবে। অনেক রাজ্য়ের আবার নিজস্ব সরকারি ওয়েবসাইট বা পোর্টাল রয়েছে। যেমন পশ্চিমবঙ্গেরই ভোটারদের তথ্য যাচাইয়ের জন্য নিজস্ব পোর্টাল রয়েছে। 

35
ভোটার তালিকায় অনুসন্ধান

এরপর ভোটার তালিকায় আপনার নাম খুঁজে বের করার জন্য সংশ্লিষ্ট ওয়েব সাইটে গিয়ে লিখতে হবে বা ক্লিক করতে হবে- ‘Search in Electoral Roll’ অপশনে। এরপর সেখানে আপনার ভোটার কার্ডে থাকা এপিক নম্বর সাবমিট করতে হবে। 

45
সাইন আপ করুন

এরপর সাধারণত দুটি পদ্ধতিতে বা ধাপে এই নামের তালিকা খুঁজে বের করতে পারবেন। যেমন ধরুন বিবরণ দ্বারা অনুসন্ধান। এর জন্য আপনার পিতার অথবা স্বামীর নাম, বয়স, জন্ম তারিখ, লিঙ্গ, রাজ্যের নাম দিয়ে সার্চ করতে হবে। এভাবে খুঁজে না পেলে ভোটার কার্ডের এপিক নম্বর অথবা বিধানসভা কেন্দ্রের নাম, ক্ষেত্রের নম্বর দিয়ে খুঁজতে থাকুন। এরপর সমস্ত তথ্য মিলে গেলে ক্যাপচা দিয়ে সংশ্লিষ্ট পেজে লগইন করুন। আর যাচাই করে নিন আপনার ভোটার কার্ডের আপডেট সহ সমস্ত তথ্য। 

55
যদি নাম খুঁজে না পান তাহলে কী করণীয়?

এবার যদি ভোটার তালিকায় আপনার নাম খুঁজে না পান তাহলে তার জন্য আঁতকে ওঠা বা ঘাবড়ে যাওয়ার কিছু নেই। বিষয়টি আপনাকে বুঝতে হবে যে আপনার এনুমারেশন ফর্মটি এখনও প্রক্রিয়াধীন রয়েছে। তাই হয়তো পোর্টালে আপলোড হয়নি। এছাড়াও আপনি আপনার এলাকার বিএলও-র সঙ্গে যোগাযোগ করতে পারেন। 

Read more Photos on
click me!

Recommended Stories