বাংলায় কবে গঠিত হবে সপ্তম পে কমিশন? সামনে এল রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় তথ্য

Published : Mar 16, 2025, 08:32 PM IST

রাজ্য সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণের জন্য অতীতে একাধিক পে কমিশন গঠিত হয়েছে। শোনা যাচ্ছে ২০২৬ সালে সপ্তম পে কমিশন গঠিত হতে পারে। তবে, এখনও পর্যন্ত কোনো নিশ্চিত তারিখ জানা যায়নি।

PREV
110

কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, রাজ্য সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণের জন্য ১৯৬০ সালে পে কমিটি গঠন করেছিল রাজ্য সরকার।

210

১৯৬০ সালে ১০০ পয়েন্ট মূল্যসূচক ধরে গ্রুপ ডি কর্মচারীর বেতন নির্ধারণ হয়েছিল ৬০-৭৫ টাকা। সচিবালয়ের করণিকের বেতন ১৫০-২৫০ টাকা। ডিরেক্টরের করণিকের বেতন নির্ধারিত হয়েছিল ১২৫-২০০ টাকা।

410

তারপর ১৯৯০ সালে গঠিত হয় তৃতীয় পে কমিশন। ১৯৯৮ সালে গঠিত হয় চতুর্থ পে কমিশন।

510

আবার ২০০৯ সালে গঠিত হয় পঞ্চম পে কমিশন। ২০২০ সালে গঠিত হয় ষষ্ঠ পে কমিশন।

610

এবার ২০২৬ সালে সপ্তম পে কমিশন গঠনের কথা শোনা যাচ্ছে। বর্তমানে এই খবরই ঘোরা ফেরা করছে সর্বত্র।

710

কিন্তু ঠিক কবে গঠিত হবে সপ্তম পে কমিশন? এই নিয়ে প্রশ্ন সর্বত্র। সদ্য নয়া তথ্য মিলল সপ্তম পে কমিশন গঠন নিয়ে।

810

এবার বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির ঘোষণা করা হলেও নয়া বেতন কমিশনের কথা ঘোষণা হয়নি। তাই এখনও পর্যন্ত সপ্তম পে কমিশন গঠন নিয়ে কোনও নিশ্চিত তারিখ সামনে আসেনি।

910

এদিকে কেন্দ্রীয় কর্মীরা বর্তমানে আছেন সপ্তম পে কমিশনের অধীনে। ৫৩ শতাংশ হারে ডিএ পাচ্ছেন তারা।

1010

১ জানুয়ারি ২০২৬ থেকে কেন্দ্রীয় কর্মীরা পাবেন অষ্টম পে কমিশনের সকল সুযোগ সুবিধা। ১ তারিখ থেকে গঠিত হবে অষ্টম পে কমিশন।

click me!

Recommended Stories