রাজ্য সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণের জন্য অতীতে একাধিক পে কমিশন গঠিত হয়েছে। শোনা যাচ্ছে ২০২৬ সালে সপ্তম পে কমিশন গঠিত হতে পারে। তবে, এখনও পর্যন্ত কোনো নিশ্চিত তারিখ জানা যায়নি।
কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, রাজ্য সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণের জন্য ১৯৬০ সালে পে কমিটি গঠন করেছিল রাজ্য সরকার।
তারপর ১৯৯০ সালে গঠিত হয় তৃতীয় পে কমিশন। ১৯৯৮ সালে গঠিত হয় চতুর্থ পে কমিশন।
510
আবার ২০০৯ সালে গঠিত হয় পঞ্চম পে কমিশন। ২০২০ সালে গঠিত হয় ষষ্ঠ পে কমিশন।
610
এবার ২০২৬ সালে সপ্তম পে কমিশন গঠনের কথা শোনা যাচ্ছে। বর্তমানে এই খবরই ঘোরা ফেরা করছে সর্বত্র।
710
কিন্তু ঠিক কবে গঠিত হবে সপ্তম পে কমিশন? এই নিয়ে প্রশ্ন সর্বত্র। সদ্য নয়া তথ্য মিলল সপ্তম পে কমিশন গঠন নিয়ে।
810
এবার বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির ঘোষণা করা হলেও নয়া বেতন কমিশনের কথা ঘোষণা হয়নি। তাই এখনও পর্যন্ত সপ্তম পে কমিশন গঠন নিয়ে কোনও নিশ্চিত তারিখ সামনে আসেনি।