বিজেপির প্রচারমঞ্চ থেকেই স্বস্তিক ভূবনেশ্বরী বলেন, তিনি মুকুটমণি অধিকারীর রেজিস্ট্রি করা স্ত্রী। তাঁকে জোর করে বিয়ে করা হয়েছিল বলেও অভিযোগ করেন।
অচমকাই বিজেপিতে যোগ দিলেন রানাঘাটের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারীর স্ত্রী স্বস্তিকা ভূবনেশ্বরী। আর বিজেপিতে যোগ দিয়েই তিনি স্বামীর বিরুদ্ধে তোপ দাগেন। সভা থেকেই স্পষ্ট করে জানিয়ে দেন, রানাঘাটের বাসিন্দা যদি মুকুটমণিকে ভোট দেয় তাহলে তাদেরও তাঁর মতই ঠকতে হবে। বিয়ে করে তিনি ঠোকে গিয়েছেন বলেও জানান।
বিজেপির প্রচারমঞ্চ থেকেই স্বস্তিক ভূবনেশ্বরী বলেন, তিনি মুকুটমণি অধিকারীর রেজিস্ট্রি করা স্ত্রী। তাঁকে জোর করে বিয়ে করা হয়েছিল বলেও অভিযোগ করেন। তিনি আরও বলেন, তিনি বিদেশে ছিলেন। ডেনমার্কে ছিলেন। সেখান থেকেই তাঁকে তলব করা হয়েছিল। প্রায় জোর করেই নিয়ে আসা হয়েছিল ভারতে। মুকুটমণিয় বিয়ের জন্য অতি উৎসহ দেখিয়েছিলেন। তারপর আইনি বিয়েই হয়। কিন্তু তারপর আর মুকুটমণি তাঁর কোনও খোঁজ খবর রাখেনি বলেও অভিযোগ করেন তিনি।
নরেন্দ্র মোদী না অমিত শাহ - কে হবেন দেশের প্রধানমন্ত্রী? কেজরির প্রশ্নের উত্তর দিলেন বিজেপি নেতা
জনসভায় দাঁড়িয়ে স্বস্তিকা ভূবনেশ্বরী বলেন, ২০২৩ সালে ২৮ মে তাদের আইনি বিয়ে হয়ে ছিল। তারপর থেকেই পণের দাবিতে লাগাতার শারীরিক ও মানসিক নির্যাতন করতেন মুকুটমণি। তাদের মধ্যে বনিবনা হয়নি। তিনি আরও অভিযোগ করেন, আইনি বিয়ে হলেও বিয়েকে মর্যাদা দিতে চায়নি মুকুটমণি ও তাঁর পরিবার। লোকসমাজে তাঁকে স্ত্রী বলে স্বীকৃতি দিতেও চায়নি বলেও অভিযোগ করেন স্বস্তিকা। খুনের হুমকিও দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন।
বিয়ের মাত্র ১১ দিনের মাথায় স্বস্তিকা তিলজলা থানায় বধূ নির্যাতনের অভিযোগ করেন। তিনি সেই কথা উল্লেখ করায় সভামঞ্চে। তিনি বলেন দীর্ঘ দিন মুকুটমণির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন। তিনি আরও বলেন বিয়ে করে তাঁর সঙ্গে প্রতারণা করেছেন মুকুটমণি। তারপরই তিনি বলেন, 'একজন প্রতারককে ভোট দিলে আমার মতই ঠকতে হবে রানাঘাটের মানুষকে।' পাল্টা বিজেপি প্রার্থীর প্রশংসা করেন তিনি। বলেন, জগন্নাথ সরকার মানুষের নেতা। তিনি জনদরদী মামুষ। বিপদের সময় বিজেপির নেতা কর্মীরা তাঁর পাশে দাঁড়িয়েছে বলেও দাবি করেন তিনি।
রক্তমাখা হাতেই প্রেমিক বলে -'আমি ওকে শেষ করেছি', মুর্শিদাবাদে ফিরে এল সুতপা খুনের ভয়ঙ্কর স্মৃতি