সংক্ষিপ্ত

প্রেমিকের হাতে খুন হল প্রেমিকা। মুর্শিদাবাদে দিনে দুপুরে স্কুলের সামনেই খুন নাবালিকা। গ্রেফতার ১।

 

মুর্শিদাবাদে আবারও ফিরে এল সুতপা হত্যার ভয়ঙ্কর স্মৃতি। শনিবার সকালেই রাস্তার মধ্যে কুপিয়ে হত্যা করা হল এক নাবালিকাকে। তবে হত্যার পরে প্রেমিক নিজেই পুলিশকে ফোন করে নিজের অপরাধের কথা স্বীকার করে নেয়। দ্রুত গ্রেফতার করা হয় অভিযুক্তকে। স্থানীয়দের কথায় প্রেম সংক্রান্ত বিবাদের জেরেই খুন করা হয়েছে নাবালিকাকে।

শনিবার মুর্শিদাবাদের দৌলতাবাদের প্রাথমিক বিদ্যালয়ের সামনে খুন করা হয়ে ছিল সাবিনা খাতুন নামের এক নাবালিকাকে। সাবিনা, সদ্যোই উচ্চমাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হয়েছে। তাঁকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে তাঁরই দীর্ঘদিনের প্রেমিক মিঠু শেখ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্কুলের সামনে দাঁড়িয়ে সাবিনা আর মিঠু কথাবার্তা বলছিল। সেই সময়ই দুজনের মধ্যে বচসা হয়। কথা কাটাকাটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। তারপরই মিঠু নিজের পকেটে থাকা ছুরি বার করে কোপায় সাবিনাকে। ঘটনাস্থলে পড়ে যায়। স্থানীয়রাই হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।

'মোদী আবার জিতলেই মমতা জেলে যাবে', যোগীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুললেন কেজরিওয়াল

অন্যদিকে সাবিনার পরিবার জানিয়েছিল, দীর্ঘদিন ধরেই সাবিনার সঙ্গে মিঠুর প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু পরিবারের সদস্যরা এই সম্পর্ক মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দিয়েছিল। সাবিনার বাবা প্রায়ই বকাঝকা করত। কিন্তু শেষপর্যন্ত সাবিনা সম্পর্ক ভেঙে দিতে চেয়েছিল। তাই মিঠুর সঙ্গে যোগাযোগ ছিন্ন করে দেয়। সাবিনার পরিবারের অভিযোগ খুনের চক্রান্ত করেই সাবিনাকে ডেকে পাঠিয়েছিল মিঠু। পরিকল্পনা করেই খুন করেছে সাবিনাকে।

Crime News: প্রতারণার ফাঁদ পাতা গোটা শহরে, মোবাইল টাওয়ার বসানোর নাম করে কোটি কোটি টাকা লুঠ

অন্যদিকে মিঠুর মা মজিদা বিবি বলেছেন, তাঁর ছেলেন মিঠুর সঙ্গে সাবিনার সম্পর্ক ছিল তা সকলেই জানত। সাবিনা আরও একাধিক সম্পর্কে জড়িয়েছিল। যা মেনে নিতে পারত না মিঠু। শনিবার সকালে ঘুম থেকে ওঠে। সকালের খাবার খেয়ে বাইক নিয়ে বেরিয়ে গিয়েছিল। ঘণ্টাখানেক পরেই বাড়ি ফিরে আসে। রক্তমাখা হাতে তাঁকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। চোখে জল নিয়েই ছেলে বলে, 'আমি ওকে শেষ করেছি।' তারপর নিজেই পুলিশকে ফোন করে জানায় সেই সাবিনাকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেছে।

কোটিপতি CPIM-এর সৃজন ভট্টাচার্যের নেই গাড়ি, যাদবপুরের TMC প্রার্থী সায়নী ঘোষের ঘাড়ে লক্ষ লক্ষ টাকার দেনা

 

পুলিশ জানিয়েছে, মিঠুকে গ্রেফতার করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে।