- Home
- West Bengal
- West Bengal News
- কোটিপতি CPIM-এর সৃজন ভট্টাচার্যের নেই গাড়ি, যাদবপুরের TMC প্রার্থী সায়নী ঘোষের ঘাড়ে লক্ষ লক্ষ টাকার দেনা
কোটিপতি CPIM-এর সৃজন ভট্টাচার্যের নেই গাড়ি, যাদবপুরের TMC প্রার্থী সায়নী ঘোষের ঘাড়ে লক্ষ লক্ষ টাকার দেনা
- FB
- TW
- Linkdin
যাদবপুরের দুই প্রার্থী
যাদবপুর লোকসভা কেন্দ্রের যুযুধান দুই প্রার্থী তৃণমূলের সায়নী ঘোষ আর সিপিএমএর সৃজন ভট্টাচার্য। বয়সে দুজনেই তরুণ। রইল তাদের সম্পত্তির হালহাকিকৎ।
সৃজন ভট্টাচার্য
যাদবপুরের বাসিন্দা। ছাত্র থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। সিপিএম রাজ্য কমিটির সদস্য তিনি। যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী। ইতিমধ্যেই মনোনয়ন দাখিল করেছেন। পার্টির সর্বক্ষণের কর্মী হলেও কোটিপতি সৃজন।
সৃজনের আয়
এসবিআই যাদবপুরের ব্রাঞ্চে রয়েছে ৮ লক্ষ ৫ হাজার টাকা। বালিগঞ্জের এসবিআই-তে রয়েছে ১ লক্ষ ৩৬ হাজার ৫৬৯ টাকা। ইন্ডিয়ান ব্যাঙ্কের কসবা শাখায় রয়েছে ১ লক্ষ ৩১ হাজার ৫৪৬ টাকা।
সৃজনের মোট সম্পত্তি
ব্যাঙ্ক ও বিনিয়োগ মিলিয়ে সৃজনের মোট সম্পত্তি ১ কোটি ৭১ লক্ষ ৮০ টাকা। তবে গাড়ি নেই সিপিএম প্রার্থীর। নেই কোনও সোনাদানাও।
সৃজনের স্থাবর সম্পত্তি
সৃজনের জমিজমা নেই। তাঁর নামে দুটি রেসিডেন্সিয়াল বিল্ডিং রয়েছে। একটি ফ্ল্যান্ট রয়েছে কসবায়। যার দাম ১৫ লক্ষ টাকা। শান্তিনিকেতনে ২৬ লক্ষ টাকার একটি বাড়ি রয়েছে।
সৃজনের স্ত্রীর সম্পত্তি
সৃজনের স্ত্রীর হাতে রয়েছে ৬ হাজার টাকা নগদ। স্ত্রীর এসবিআই চৌরঙ্গী ব্রাঞ্চে রয়েছে ৫৬ হাজার ৮৪৬ টাকা। পঞ্জাব ন্যাশানাল ব্য়াঙ্কের বর্ধমান শাখায় রয়েছে ১৭ হাজারের বেশি টাকা। পিপিএফ অ্যাকাউন্টে রয়েছে ৩২৬৩৫ চারা। এছাড়াও ৮০ হাজার টাকা বিনিয়োগ করেছেন।
সৃজনের স্ত্রীর সোনাদানা
স্ত্রীর ৩০ গ্রাম সোনা রয়েছে। স্ত্রীর মোট সম্পত্তি ৪ লক্ষ ১৭ হাজার ৮৮৬ টাকা।
সায়নী ঘোষ
পেশায় অভিনেত্রী। পাশাপাশি রাজ্য তৃণমূল কংগ্রেসের সভানেত্রীও তিনি। রাজ্য রাজনীতিতে তিনি পরিচিত মুখ।
সায়নী ঘোষের আয়
নির্বাচনী হলফনামা অনুযায়ী সায়নী ঘোষের আয় চলতি অর্থবর্ষে ৪ লক্ষ ৭১ হাজার ৪৯০ টাকা।
হাতে নগদ সায়নীর
নির্বাচনী হলফনামা জমা দেওয়ার সময় তাঁর হাতে ছিল ৩৪ হাজার ৫০০ টাকা নগদ। আটটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তাঁর।
সায়নীর বিনিয়োগ
বিনিন্ন অ্যাকাউন্টে সায়নীর রয়েছে প্রায় ৯ লক্ষ ৯৩ হাজার ৩০৩ টাকা। তবে গয়নাগাটি তেমন নেই। তাঁর রয়েছে মাত্র ৮ গ্রাস সোনার গয়না। জীবনবিমা রয়েছে।
সায়নীর গাড়ি-বাড়ি
বিয়ে করেননি সায়নী ঘোষ। বাবার সঙ্গেই থাকেন। সম্প্রতি মা মারা গেছে। তাঁর একটি গাড়ি রয়েছে। গ্যারাজ সহ একটি অ্যাপাটমেন্ট রয়েছে তাঁরই নামে।
সায়নীর ঋণদেনা
আয়ের থেকে বেশি দেনা সায়নী ঘোষের। প্রায় ৬০ লক্ষ টাকা ধার রয়েছে যাদবপুরের তৃণমূল প্রার্থীর।