জেসিবি ত্রাসে তোলপাড় চোপড়া! "এখনই মারতে হবে নইলে..." রেগে গিয়ে কী বললেন চিরঞ্জিত চক্রবর্তী?

Published : Jul 03, 2024, 01:00 PM ISTUpdated : Jul 03, 2024, 01:56 PM IST
Chiranjit Chakraborty

সংক্ষিপ্ত

জেসিবি ত্রাসে উত্তপ্ত চোপড়া! "এখনই মারতে হবে নইলে..." রেগে গিয়ে কী বললেন চিরঞ্জিত চক্রবর্তী?

চোপড়ার ঘটনা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় রাজ্য রাজনীতি। গ্রেফতার করা হয়েছে ঘটনায় মূল অভিযুক্ত জেসিবিকে। তবে এলেকার ত্রাস এখনও কাটেনি। বাড়িবাড়ি গিয়ে নাকি নির্যাতিতদের ভয় দেখাচ্ছেন জেসিবির ভাই।

জেসিবির সঙ্গে নাকি খুব ভাল সম্পর্ক ছিল তৃণমূল বিধায়ক হামিদুল রহমানেরও। তাঁর সঙ্গেও জেসিবির বহু ছবি প্রকাশ্যে এসেছে। এবার এ বিষয়ে মুখ খুললেন চিরঞ্জিৎ চক্রবর্তী।

এদিন জেসিবিকে ছারপোকার সঙ্গে তুলনা করে চিরঞ্জিত বলেন, “ এইসব লোকের সংখ্যা কম হয়। এটাই একটা সুবিধা। যদি বেশি হত তবে সর্বনাশ হয়ে যেত। তবে গুরুত্বপূর্ণ হল, একটা দুটোও যদি বেরোয় ছারপোকার মতো , এখনই মারতে হবে, নইলে বেড়ে যাবে”।

ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে জেসিবিকে। তবে শুধু তরুণীকে মারধর নয়, এর আগেও একাধিক অভিযোগ উঠে এসেছে জেসিবির বিরুদ্ধেষ পঞ্চায়েত নির্বাচনের আগে নাকি এক সিপিএম নেতাকেও গুলি করে খুন করেছে জেসিবি। উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে জেসিবির বিরুদ্ধে।

তবে জেসিবি জেলে গেলেও এখনও ত্রাস কাটেনি। তার ভাই গির আলম বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে গির আলম এমনই অভিযোগ বিরোধীদের। গির আলমের চাপে নাকি রায়ও বদলাচ্ছেন নির্যাতিতরা এমনও অভিযোগ আনেন বিরোধীরা। অন্যদিকে তৃণমূল বিধায়ক হামিদুল রহমন জানান, " কেউ কোনও চাপ দিচ্ছেন না। নিজের ইচ্ছেতেই রায় দিয়েছেন নির্যাতিতরা। ঘটনার তদন্ত করছে পুলিশ।"

PREV
click me!

Recommended Stories

মেসি কাণ্ড নিয়ে তৃণমূলকে দায়ী করায় বিজেপিকে তোপ অভিষেকের, পাল্টা দিলেন শুভেন্দু
Suvendu Adhikari: মেসি কাণ্ড নিয়ে তৃণমূলকে দায়ী করায় বিজেপিকে তোপ অভিষেকের, পাল্টা দিলেন শুভেন্দু