'সিবিআই তথ্য দিতে ব্যর্থ হলে, বুঝতে হবে তদন্ত ভুল পথে চলছে' রিপোর্ট নিয়ে অখুশি বিচারপতি! প্রাথমিক টেট মামলায় নয়া মোড়
এখনও রিপোর্টে সন্তুষ্ট নয় কলকাতা হাইকোর্ট। প্রাথমিক নিয়োগ মামলায় সিবিআইকে আসল সার্ভার বা হার্ড ডিস্কের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
উত্তরপত্র স্ক্যান করার পরে কোথায় কোথায় রাখা হয়েছিল তা নিয়ে বিস্তারিত জবাব দিলেন হাইকোর্টের বিচারপতি রাশেখর মান্থা।
নিয়োগ দুর্নীতি নিয়ে একের পর এক মামলায় ছেয়ে গিয়েছে। ২০১৪ সালের পরীক্ষায় উত্তরপত্র নষ্ট করা হয়েছ এমনও জানিয়েছে শিক্ষা পর্ষদ। তবে ডিজিটাইজড কপি রয়েছে বলে জানিয়েছে পর্ষদ।
বসু রায় নামে যে কোম্পানি উত্তরপত্র মূল্যায়ন করেছে তারাই ওএমআর শিটে স্ক্যান কপি রেখেছিল। তবে এদিন হাইকোর্টে রিপোর্ট জমা পড়লেও তা নিয়ে খুশি নন হাইকোর্ট।
পর্যবেক্ষণে বিচারপতি জানান, 'পর্ষদ বলছে উত্তরপত্র স্ক্যান করা হয়েছে। যদি তা সত্যি হয় তাহলে একটি হার্ড ডিস্কে তা অবশ্যই থাকবে। সেই সেই হার্ড ডিস্ক কী সিবিআইয়ের কাছে আছে? যদি ওএমআর এর মতো হার্ড ডিস্কও নষ্ট করে দেওয়া হয়, তবে সেই বিষয়টিকেও তদন্তভুক্ত করতে হবে।'
বিচারপতি আরও জানিয়েছেন, " সিবিআই যদি তা দিতে ব্যর্থ হয়, তাহলে তদন্ত ভুল পথে চলছে। এই সহজ বিষয়টি এবার সবার আগে প্রকাশ্যে আনা প্রয়োজন।"