এখন বীরভূমে অসামাজিক কাজ হচ্ছে, তৃণমূল পার্টি অফিসে মদ্যপনের ভিডিও নিয়ে বললেন কাজল শেখ

Published : Feb 04, 2025, 05:48 PM IST
TMC leader Kajal Sheikh comments on Anubrata Mondal return to Birbhum bsm

সংক্ষিপ্ত

তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে বলে এক ব্যক্তি কিছু পান করেছেন। ভাইরাল হওয়া ভিডিও ঘিরে অনেকেই বলেছেন দলীয় কার্যালয়ে বসে মদ্যপান করা হচ্ছিল। 

আবারও প্রকাশ্যে অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) আর কাজল শেখের (Kajal Sheikh)দ্বন্দ্ব। বীরভূমের (Birbhum)ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস (TMC) সভাপতি প্রমোদ রায়ের মদ্যপানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিওর সত্যচা যাচাই করেছে এশিয়ানেট নিউজ বাংলা। কিন্তু সেই ভিডিওকে কেন্দ্র করেই কেষ্ট আর কাজলের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। যদিও স্থানীয়দের অভিযোগ যে ভিডিও ভাইরাল হয়েছে তা নতুন কোনও ঘটনা নয়। অন্যদিকে বীরভূম জেলা পরিষদের সভাপতি কালজ শেখেও স্বীকার করে নিয়েছে এই ধরনের ঘটনা সত্য।

সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে বলে এক ব্যক্তি কিছু পান করেছেন। ভাইরাল হওয়া ভিডিও ঘিরে অনেকেই বলেছেন দলীয় কার্যালয়ে বসে মদ্যপান করা হচ্ছিল। ভিডিও শ্যুট করে করেছিল দলেরই এক কর্মী। তেমনই দাবি করেছেন নেটিজেনরা। টেবিলের ওপর প্ল্যাস্টিকের বোতল আর গ্লাসও ছিল। টেবিলের চারপাসে অনেকেই বসে রয়েছে। তাদের মধ্যে একজন রয়েছে ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি প্রমোদ রায়। যদিও স্থানীয়রা বলেছেন, এটি পার্টি অফিসের খুবই পরিচিত ছবি।

এই ঘটনা প্রকাশ্যে আসতেই যুযুধান তৃণমূল কংগ্রেসের দুই নেতা কাজল শেখ ও অনুব্রত মণ্ডল। কাজল শেখ জানিয়েছেন, গত দুই বছর ধরে জেলায় কিছু না হলেও ইদানিং অসামাজিক কাজ হচ্ছে। সোজাসুজি না বললেও কাজল শেখ কেষ্টর দিকে অভিযোগের আঙুল তুলেছেন। কাজল শেখ বলেছেন,'দুই বছর বীরভূমে কোনও অসামাজিক কাজ হয়নি। ২০২৩ সলে পঞ্চায়েত ভোট হয়েছে। একজন মানুষেরও প্রাণ যায়নি। ২০২৪ সালে লোকসভা নির্বাচন হয়েছে। সেখানেও হানাহানি হয়নি। কিন্তু ইদানিং কিছু অসামাজিক কাজ হচ্ছে কেন হচ্ছে বলতে পারব না।' ঘটনাচক্রে দুই বছর আগে থেকেই জেলবন্দি ছিলেন অনুব্রত। সেই সময় তিনি জেলায় ছিলেন না। অন্যদিকে এই বিষয়ে কোনও মন্তব্য করেনি অনুব্রত মণ্ডল।

বীরভূমে অনুব্রত মণ্ডল আর কাজল শেখের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। মাঝেমধ্যে তা প্রকাশ্যে আসে। কখনও কখনও দুজনকে প্রকাশ্য মঞ্চে দেখা যায়। কিন্তু দুজনেই প্রকাশ্যে সুসম্পর্ক দেখান। কিন্তু মাঝে মাঝেই একে অপরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন নাম না করে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

Today live News: উত্তুরে হাওয়ায় বঙ্গে শুরু শীতের ঝোড়ো ব্যাটিং, আর কতটা নামবে পারদ? রইল বিরাট আপডেট
উত্তুরে হাওয়ায় বঙ্গে শুরু শীতের ঝোড়ো ব্যাটিং, আর কতটা নামবে পারদ? রইল বিরাট আপডেট