সিট ছাড়া নিয়ে সহযাত্রীদের সঙ্গে ঝামেলা। এবার মাতৃভূমি লোকালেই আক্রান্ত এক মহিলা যাত্রী। স্রেফ মারধর করাই নয়, তাঁর কাছ থেকে গয়না ও নগদ টাকাও ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে ক্যানিং থেকে শিয়ালগহগামী থেকে ক্যানিংগামী মাতৃভূমি লোকালে।
আরও পড়ুন: এনআরসি জুজু, নিজের গ্রামেই গণপ্রহারের হাত থেকে রক্ষা মোবাইল সংস্থার মহিলাকর্মীর
আরও পড়ুন: দু' পাড় থেকেই জনতার তাড়া, বাঁকুড়ায় মাঝ নদীতে আটকে হাতির পাল, দেখুন ভিডিও
আক্রান্ত যাত্রীর নাম আজিমা মোল্লা। রোজকার মতোই শুক্রবার সকালে ক্যানিং স্টেশন থেকে শিয়ালদহগামী মাতৃভূমি লোকালে ওঠেন তিনি। গন্তব্য ছিল পার্ক সার্কাস। আজিমার দাবি, বেতবেড়িয়া স্টেশন থেকে ট্রেনে যখন আরও বেশ কয়েকজন মহিলা ওঠেন, তখন কামরায় আর কোনও সিট খালি ছিল না। জায়গা না পেয়ে আজিমাকে তাঁরা সিট ছেড়ে দিতে বলেন। রাজি না হওয়ায় ওই মহিলাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় আজিমাকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যান অন্য যাত্রীরা। প্রাথমিক চিকিৎসার পর অবশ্য তাঁকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে। রেল পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত যাত্রী। উল্লেখ্য, মহিলা যাত্রীদের সুবিধার জন্য মাতৃভূমি লোকাল চালু করেছে রেল। এই ট্রেনে শুধুমাত্র মহিলা যাত্রীরা উঠতে পারেন। পুরুষদের ওঠা নিষিদ্ধ। এমন ঘটনায় আতঙ্কিত নিত্যযাত্রীরা।