দু' পাড় থেকেই জনতার তাড়া, বাঁকুড়ায় মাঝ নদীতে আটকে হাতির পাল, দেখুন ভিডিও

  • বাঁকুড়ায় নদীর মাঝখানে আটকে হাতির পাল
  • দ্বারকেশ্বর নদে আটকে যায় হাতির পাল
  • দু' পাড় থেকেই হাতি তাড়ানোর চেষ্টা জনতার
     
/ Updated: Jan 10 2020, 06:29 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email


দু' পাড় থেকেই মশাল নিয়ে, আগুন জ্বালিয়ে তাড়া দিচ্ছে ক্ষিপ্ত জনতা। ফাটানো হচ্ছে বাজি। আর তার জেরেই মাঝ নদীতে আটকে পড়ল প্রায় চল্লিশটি হাতির পাল। বৃহস্পতিবার রাতে এমনই ঘটনারই সাক্ষী থাকল বাঁকুড়া শহর। বৃহস্পতিবার রাতে বাঁকুড়ার বসনিপাড়া এলাকায় দ্বারকেশ্বর নদ পেরোচ্ছিল প্রায় চল্লিশটি হাতির পাল। সেই সময় নদীর দু' পাড় থেকেই গ্রামবাসীরা হাতিদের আটকানোর চেষ্টা করে। ফলে ভয় পেয়ে গিয়ে দীর্ঘক্ষণ নদীর মাঝখানেই আটকে থাকে হাতির পাল। নদী  পেরোতে ব্যর্থ হয়ে বিষ্ণুপুরে বন বিভাগ অঞ্চলের জঙ্গলে চলে যায় হাতিগুলি। বৃহস্পতিবার রাতে বিস্তীর্ণ এলাকায় কৃষি জমির ক্ষয়ক্ষতি করে হাতিগুলি।