বন দফতরের গোপন অভিযান, হাতির দাঁত সহ শিলিগুড়িতে গ্রেফতার মহিলা

Published : Oct 06, 2020, 01:13 AM ISTUpdated : Oct 06, 2020, 01:26 AM IST
বন দফতরের গোপন অভিযান, হাতির দাঁত সহ শিলিগুড়িতে গ্রেফতার মহিলা

সংক্ষিপ্ত

হাতির দাঁত সহ এক মহিলা গ্রেফতার বন দফতর গোপন অভিযান চালিয়ে গ্রেফতার করে কোথা থেকে আনা হয়েছিল হাতির দাঁতটি পাচার চক্রের সঙ্গে জড়িত কী ওই মহিলা

দীপক দাস, শিলিগুড়ি-শিলিগুড়িতে সক্রিয় হাতির দাঁত পাচার চক্র। হাতির দাঁত সহ এক মহিলা গ্রেফতার করল বন দফতর। উদ্ধার হয়েছে আটশো গ্রাম ওজনের হাতির দাঁত। পাচারের উদ্দেশ্যে হাতির দাঁতটি আনা হয়েছিল বলে অনুমান বন দফতরের।

আরও পড়ুন-'রাজনৈতিক গিমিক নয়, পাহাড়ে চাই স্থায়ী সমাধান', গোর্খাল্যান্ড নিয়ে বললেন জীবেশ সরকারের

সূত্রের খবর, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার অভিযান চালায় বৈকণ্ঠপুর বনবিভাগের শালুগাড়া রেঞ্জের রেঞ্চার সঞ্জয় দত্ত। ডুয়ার্সের ওদলাবাড়ির কাছে একটি হোটেলের সামনে হাতির দাঁত সমেত ওই মহিলা গ্রেফতার করা হয়। ধৃত মহিলার নাম হেমন্তী গুরুং। ওই মহিলা মালবাজার এলাকার বাসিন্দা বলে জানতে পেরেছে বন দফতর।

আরও পড়ুন-নৌ-সেনায় শক্তিবৃদ্ধি ভারতের, মিশাইল এবং ট্রর্পেডো দুই ভাবে হামলা চালাতে সক্ষম'SMART'

বৈকণ্ঠপুর বনবিভাগের ডিএফও উমারানি জানিয়েছেন, কোথা থেকে এই হাতির দাঁত আনা হয়েছিল? চোরা শিকারিদের সঙ্গে ওই মহিলার কোনও যোগাযোগ আছে কিনা? পাচারের জন্য হাতির দাঁতটি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? সবই খতিয়ে দেখা হচ্ছে। তবে উত্তরবঙ্গের বনাঞ্চলগুলিতে হাতির দাঁত পাচার সক্রিয় হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে বন দফতর।

PREV
click me!

Recommended Stories

রেকর্ডস্তরে পৌঁছে গেল বন্দরের নাব্যতা, বাড়বে রাজস্ব, খুশি পাইলট গিল্ড অ্যাসোসিয়েশন
উত্তুরে হাওয়ায় জাঁকিয়ে শীত বঙ্গে, সকালে কুয়াশার সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া