সংক্ষিপ্ত
বিয়ে নিয়ে প্রতিটি মানুষের জীবনে রয়েছে আলাদা আলাদা মত। কেউ তার জীবনের এই সিদ্ধান্ত পরিবারের ওপর ছেড়ে দেয়। আবার অনেকে নিজেই এই সিদ্ধান্ত নিতে চান। আর রইল চার রাশির খোঁজ। এরা সম্বন্ধ নয়, বরং প্রেম করে বিয়ে করতে চান।
বিয়ের পর প্রতিটি মানুষের জীবনের একটি নতুন অধ্যায় শুরু হয়। বিবাহিত জীবন সুখের হবে কি না, তা নিয়ে সকলের মনেই একটি অজানা ভয় কাজ করে। কথায় আছে, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। সে কারণে মনের মানুষ কেমন হতে তা অনেকে ভাগ্যের হাতে ছেড়ে দেন। আবার অনেকে নিজের পছন্দের মানুষের সঙ্গে জীবন কাটাতে চান। তবে, মনের মানুষ খুঁজে পাওয়া এত সহজ নয়। সে কারণে বিয়ের আগে অনেককেই নানান সমস্যার সম্মুখীন হতে হয়। এই সমস্যা যেমন দেখা দেয় সম্বন্ধ করা বিয়েতে তেমনই হতে পারে প্রেমের বিয়েতে। তবে, বিয়ে নিয়ে প্রতিটি মানুষের জীবনে রয়েছে আলাদা আলাদা মত। কেউ তার জীবনের এই সিদ্ধান্ত পরিবারের ওপর ছেড়ে দেয়। আবার অনেকে নিজেই এই সিদ্ধান্ত নিতে চান। আর রইল চার রাশির খোঁজ। এরা সম্বন্ধ নয়, বরং প্রেম করে বিয়ে করতে চান।
মেষ রাশি- রাশি চক্রের প্রথম রাশি হল মেষ। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। এরা তেজস্বী, স্পষ্টবক্তা ও নির্ভীক স্বভাবের হয়ে থাকেন। এরা সম্পর্কে ব্যাপারে খুবই যত্নশীল। এরা মনের মানুষ নিজেই খুঁজে পেতে চান।
মকর রাশি-রাশি চক্রের দশম রাশি মকর। এই রাশির অধিকর্তা গ্রহ হল শনি। এদের প্রেমের সম্পর্ক খুবই মজবুত হয়। রোম্যান্টিক ধরনের মানুষ হন এরা। এরা চান প্রেম করে বিয়ে করতে। সে কারণে সব সময় সকলের মধ্যে নিজের মনের মানুষ খোঁজার প্রবণতা থাকে এদের।
বৃষ রাশি- রাশির দ্বিতীয় রাশি হল বৃষ রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ হল শুক্র। এই রাশির ছেলে মেয়েরা সম্পর্কের ব্যাপারে খুবই যত্নশীল হন। এরা প্রেমের বিয়েতে বেশি আগ্রহী। কারও সঙ্গে সম্পর্কে জড়ালেই তা বিয়ে পর্যন্ত ভেবে নেন। তবে, এরা প্রেম জীবনে নানান রকম জটিলতার সম্মুখীন হয়ে থাকেন।
ধনু রাশি- রাশি চক্রের নবম রাশির হল ধনু। এই রাশির অধিকর্তা গ্রহ বৃহস্পতি। এরা খুবই স্বাধীনচেতা, উৎসাহী স্বভাবের হয়ে থাকেন। এই রাশির ছেলে মেয়েদের প্রেম জীবন তেমন সুখের হয় না। এরা একাধিক সম্পর্কে জড়িয়ে থাকেন। তবে, এরা সব সময় প্রেমের বিয়ের পক্ষে। এরা সম্পর্কে জড়ালেই সেই মানুষটিকে নিয়ে সংসার করার স্বপ্ন দেখে থাকেন।
আরও পড়ুন- জন্মতারিখ কবে? জন্মদিন অনুযায়ী জেনে নিন কেমন যাবে সারাদিন
আরও পড়ুন- আপনার জন্মবার কি শুক্রবার? জেনে নিন আপনার ভাগ্য বাকিদের থেকে কতটা আলাদা