সংক্ষিপ্ত
- উপোস করে রাধা -কৃষ্ণের পুজো করতে পারেন
- আজকের এই দিনে মাছেদের খেতে দিন
- সরীসৃপ জাতীয় কোনও প্রাণী নিধন করবেন না
- ছেলেদের ক্ষেত্রে আজকের দিনে চুল, দাড়ি না কাটাই ভাল
বাঙালির বারো মাসে তোরো পর্বনের মধ্যে অন্যতম বড় উৎসব হল দোলযাত্রা উৎসব। ছোট থেকে বড় এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন। কবে আসবে এই দিন। আজই হল বাঙালির প্রিয় দোল উৎসব। বাঙালির দোল আর অবাঙালির হোলি, রঙের উৎসবে মেতে ওঠেন সকলেই। দুইদিন ব্যাপী মহাসমারোহে পালিত হয় এই দোলযাত্রা উৎসব। এই বসন্ত উৎসবকে কেন্দ্র করে এক এক প্রান্তে একেক ধরনের নিয়ম রয়েছে। তেমনই হিন্দু শাস্ত্র মতেও এর অনেক রীতি রয়েছে, যা দোলের দিন নিয়মমেনে পালন করা হয়। কিন্তু এমন অনেক কাজ রয়েছে যা দোলের দিন করলে ঘটতে পারে মহা বিপদ। একনজরে দেখে নিন সেই নিয়মগুলি।
আরও পড়ুন-দোল পূর্ণিমায় মেনে চলুন এই নিয়ম, কাটিয়ে উঠুন সমস্ত বাধা...
আজ ৯ মার্চ দোল এবং ১০ মার্চ হোলি উৎসব। প্রায় ৪৯৯ বছর পরে তৈরি হয়েছে এমন এক তিথি। তাই এই বছরের হোলিকে একটু বেশিই বিশেষ বলে মনে করেছেন জ্যোতিষীরা। সেই কারণে এই বিশেষ তিথিতে পুজো করলে সুখ-শান্তি ও সমৃদ্ধি আসে।
উপোস করে রাধা -কৃষ্ণের পুজো করতে পারেন। এতে পুণ্যলাভ হবে। তবে পুজো শেষ হওয়ার আগে উপবাস ভঙ্গ করবেন না।
আজকের এই দিনে মাছেদের খেতে দিন। এতে আপনার আর্থিক কষ্ট দূর হবে। ভুল করে মাছের কোনও ক্ষতি করার চেষ্টা করবেন না।
আরও পড়ুন-দোল উৎসবের পবিত্র এই তিথি কতটা প্রভাব ফেলবে, দেখে নিন রাশি অনুযায়ী...
সরীসৃপ জাতীয় কোনও প্রাণী নিধন করবেন না। এতে জীবনে অমঙ্গল নেমে আসবে।
ছেলেদের ক্ষেত্রে আজকের দিনে চুল, দাড়ি না কাটাই ভাল।
আজকের এই বিশেষ দিনে আমিষ খাবার না খাওয়াই ভাল।
নারায়ণের উদ্দেশ্যে সিন্নি নিবেদন করুন। রাতের বেলায় খিচুড়ি ভোগ নিবেদন করুন।