- Home
- Astrology
- Horoscope
- বুধাদিত্য রাজযোগে বছরের শুরুতে ঘুরবে ভাগ্য়, আগামী সপ্তাহে ভাগ্য খুলবে এই পাঁচ রাশির
বুধাদিত্য রাজযোগে বছরের শুরুতে ঘুরবে ভাগ্য়, আগামী সপ্তাহে ভাগ্য খুলবে এই পাঁচ রাশির
আগামী ৫ জানুয়ারি থেকে শুরু হওয়া সপ্তাহে সূর্য ও বুধের যুতির কারণে বুধাদিত্য রাজযোগ গঠিত হবে। এর প্রভাবে তুলা, বৃষ, কুম্ভ, মকর এবং মিথুন—এই পাঁচ রাশির জাতকদের জীবনে সৌভাগ্যের দরজা খুলবে। এই সময় কেরিয়ারে উন্নতি থেকে শুরু করে আর্থিক লাভে যোগ রয়েছে।

আগামী সোমবার ৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে নতুন সপ্তাহ। সেই সপ্তাহে গঠিত হবে বুধাদিত্য রাজযোগ। ২০২৬ সালের গোড়াতেই ধনু রাশিতে সূর্য ও বুধের যুতির কারণে গঠিক হবে বুধাদিত্য রাজযোগ। এর কারণে ভাগ্যোন্নতি হবে পাঁচ রাশির। ১১ জানুয়ারির মধ্যে কেরিয়ারে উন্নতি থেকে প্রচুর আর্থিক লাভের যোগ আছে।
তুলা রাশি
জানুয়ারি মাসের নতুন সপ্তাহ নানা দিক থেকে লাভজনক হতে চলেছে তুলা রাশির জন্য। নিজের কাজে সময়ে সম্পূর্ণ করতে পারবেন। অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য সময়টা কার্যকরী হবে।
বৃষ রাশি
আগামী সপ্তাহে বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে সৌভাগ্যের দরজা খুলে যাবে। সপ্তাহের শুরুতে সরকারি প্রকল্পে লাভবান হবেন।এই সময় জমি, বাড়ি সংক্রান্ত লাভজনক চুক্তি হতে পারে। এই সময় নিজের বুদ্ধি ও কর্মদক্ষতা দিয়ে শক্রকে পরাজিত করতে পারবেন।
কুম্ভ রাশি
৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারির মধ্যে একাধিক উন্নতি হবে কুম্ভ রাশির ভাগ্যে। এই সময় কেরিয়ারে হবে উন্নতি। অফিসে নিজের উর্ধতন কর্তৃপক্ষের সুনজরে আসতে পারবেন। কোনও প্রিয় জিনিস কিনতে পারেন এই সময়। এই সপ্তাহে আপনার উপার্জন বাড়বে।
মকর রাশি
৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারির মধ্যে এই সপ্তাহে নতুন চাকরি পেতে পারেন। অফিসে হবে পদোন্নতি। এই সময় স্বাস্থ্য ভালো থাকবে। এই সময় বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। সরকারি কাজে কোনও বাধা আসতে তা মিটে যাবে।
মিথুন রাশি
মিথুন রাশির জাতক জাতিকাদের বুধাদিত্য রাজযোগের প্রভাবে আগামী সপ্তাহ দারুণ কাটবে। কেরিয়ারে হবে উন্নতি। এই সময় আটকে থাকা টাকা পেতে পারেন। পরীক্ষার জন্য যে সকল ছাত্রছাত্রীরা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য ভালো সময়।

