সংক্ষিপ্ত
রাশিচক্র অনুযায়ী প্রত্য়েক রাশির জাতক ও জাতিকারা একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য বহন করে। সেই অনুযায়ী জেনে নেওয়া যাক কোন কোন রাশির জাতক ও জাতিকা খুব অসল প্রকৃতির হয়।
আপনি ঠিক কেমন প্রকৃতির? আপনার প্রিয়জন বা শত্রুপক্ষই বা কেমন? এসব জানতে জ্যোতিষশাস্ত্র খুবই গুরুত্বপূর্ণ। কারণ রাশিফল বিচার করে একজন মানুষ সম্পর্কে খুব সুন্দর ধারনা করা যায়। রাশিচক্র অনুযায়ী প্রত্য়েক রাশির জাতক ও জাতিকারা একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য বহন করে। সেই অনুযায়ী জেনে নেওয়া যাক কোন কোন রাশির জাতক ও জাতিকা খুব অসল প্রকৃতির হয়। শুয়ে শুয়ে দিন কাটাতে খুব ভালবাসে।
বৃষরাশি
রাশিচক্রের প্রথম রাশি। এরা স্বাচ্ছন্দ্যে থাকতে খুব ভালবাসে। ঘুম এদের অতি প্রিয়। সাধারণভাবে জীবন কাটাতে ভালবাসে। জীবনকে নিজের মত করে উপভোগ করতে পারে। এরা সর্বদা আরামদায়ক স্থানে থাকতে ভালবাসে। আলসেমি করা আর ঘুমের সুযোগ ছাড়তে এরা রাজি নয়।
কর্কটরাশি
আরামদায়ক জীবন কাটাতে অভ্যস্ত। কষ্ট মোটেও সহ্য করতে পারে না। এদের যদি কেউ সারাদিন শুয়ে ঘুমিয়ে থাকতে বলে তাতেও এরা রাজি। শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। কখনই দায়ভার নিতে চায় না। সাধারণ জীবন কাটাতে সবথেকে বেশি পছন্দ করে।
সিংহরাশি
পশুরাজের মত সিংহরাশির মানুষরাও অসল জীবনে অভ্যস্ত। ঘুমাতে অত্যান্ত ভালবাসে। স্পটলাইটে থাকতে পছন্দ করলেও নিজের ঘুম বা বিশ্রামের সময় জলাঞ্জলি দিতে কখনই রাজি নয়। এরা প্রকৃতিতে অসল হলেও মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য অত্যান্ত তৎপর। তবে সময় অসময়ে এরা ঘুমাতে খুব ভালবাসে।
তুলারাশি
এরা সাধারণত শান্তিপ্রিয় মানুষ হয়। বিবাদে যেতে নারাজ। তবে এরা খুব অসল হয়। সবকিছুই এরা খুব সহজভাবে নেয়। অধিকাংশ সময়ই এরা বিশ্রামে থাকতে চায়। ঘুরতে বা দিবাস্বপ্ন দেখতে খুব ভালবাসে।
বৃশ্চিকরাশি
এরা অত্যান্ত আবেগপ্রবণ ও অসল হয়। তবে এরা যে কোনও বিষয়ের গভীরে যেতে ভালবাসে। পরিশ্রম করতে চায় না। মাঝে মাঝে এরা এতটাই গভীরঘুমে আচ্ছন্ন থাকে যে কী হচ্ছে সে সম্পর্কে এদের কোনও খেয়াল থাকে না।
ধনুরাশি
এরা খুব সাহসী হয়। কিন্তু ঘুম এদের অত্যান্ত প্রিয়। জীবনের প্রতি উদ্দীপনা অনেকটাই কম। বিশ্রামপ্রিয় হয়। তবে দুঃসাহসি কাজের জন্য এরা সকলের প্রিয় হয়।
মীনরাশি
এরা স্বপ্ন দেখতে ভালবাসে। রহস্যপ্রিয় হয়। কিন্তু তারসঙ্গে অত্যান্ত অলস হয়। অনেক সময় বসে বসে রহস্য সমাধান করতে চায়। দিন বা রাত যে কোনও সময়ই বিছানা পেলেই ঘুমের সাগরে ডুবদিতে রাজি এরা।