- Home
- Astrology
- Horoscope
- কিছুতেই টাকা সঞ্চয় করতে পারছেন না? মা লক্ষ্মীর পুজোর দিন এই টোটকা পালন করুন, মিলবে উপকার
কিছুতেই টাকা সঞ্চয় করতে পারছেন না? মা লক্ষ্মীর পুজোর দিন এই টোটকা পালন করুন, মিলবে উপকার
- FB
- TW
- Linkdin
রাত পোহালেই লক্ষ্মী পুজো। এবার ১৬ এবং ১৭ অক্টোবর দুদিন ধরে হবে মায়ের আরাধনা। চলছে তারই প্রস্তুতি। এই দিনটি সকলের কাছে খুবই বিশেষ দিন।
কারণ এই দিন সঠিক ভাবে মায়ের আরাধনা করলে তবেই মায়ের কৃপা পাওয়া যায়। মায়ের কৃপায় একদিকে যেমন আর্থিক উন্নতি হয় তেমনই দূর হয় জীবনের সকল জটিলতা।
তেমনই আর্থিক জটিলতা চলতে থাকলে তার থেকে মেলে মুক্তি। আজ রইল বিশেষ টিপস। এবার মায়ের কৃপা পেতে পুজোর দিন এই টোটকা পালন করুন। এতে মিলবে উপকার।
এবছর মা লক্ষ্মীর পুজোর দিন এই বিশেষ জিনিস কিনে আনুন। এতে যারা আর্থিক জটিলতার মধ্যে দিন কাটাচ্ছেন তারা উপকৃত হবেন।
বিশিষ্ট এক জ্যোতিষীর মতে, এই দিন বাড়িতে লক্ষ্মী কড়ি স্থাপন করুন। সুন্দর দেখতে এই কড়ি আপনার জীবনের সকল সমস্যা দূর করবে।
লক্ষ্মী কড়ি স্থাপনে ধন-সম্পদে ভরে উঠবেন আপনি। লক্ষ্মী পুজোর শুভক্ষণে এই কড়ি স্থাপন করতে হবে। এবছর বুধ ও বৃহস্পতি দুদিন পড়েছে পুজো। তাই বুধবার রাতে কিনে আনতে পারেন।
কিংবা কিনতে পারেন লক্ষ্মী গণেশের ছবি যুক্ত একটি রুপোর কয়েন। এই কয়েন পুজো করিয়ে নিন। তারপর তা নিজের মানি ব্যাগে রাখুন।
যাদের হাতে একেবারে টাকা থাকে না, যারা হাজার চেষ্টা করেও সঞ্চয় করতে পারেন না তারা এই কয়েন রাখতে পারেন।
কাল পালন করুন এই টোটকা। মা লক্ষ্মীর পুজোর সময় এই দুই জিনিস স্থাপন করতে পারেন। এতে মিলবে উপকার।
তেমনই নিয়ম নিষ্ঠার সঙ্গে মায়ের পুজো করুন। এতে মায়ের কৃপা আপনার ওপর বর্ষিত হবে।