- Home
- Astrology
- Horoscope
- Horoscope 2025: বহু বছর পর শনি-রাহু একসঙ্গে! নিউ ইয়ারে হাতে মোটা টাকা, কোন ৩ রাশির ভাগ্য ফিরছে?
Horoscope 2025: বহু বছর পর শনি-রাহু একসঙ্গে! নিউ ইয়ারে হাতে মোটা টাকা, কোন ৩ রাশির ভাগ্য ফিরছে?
জ্যোতিষশাস্ত্রের (Astrology) মতে, রাহু গতিবিধি পরিবর্তন করলেই তার প্রভাব পড়ে ১২টি রাশির উপর।
110

Image Credit : Getty
আর সেই রাহু আগামী বছরের ১৮ মে,
বিকেল ৪.৩০ মিনিটে কুম্ভ রাশিতে যাত্রা করবে।
210
Image Credit : Getty
যার ফলে, ৩টি রাশির ভাগ্যের চাকা কার্যত ঘুরে যেতে পারে
তাহলে ভাগ্য ফিরবে কোন কোন রাশির?
310
Image Credit : Getty
বৃষ রাশি: দারুণ সময় আসতে চলেছে এই রাশির জাতক-জাতিকাদের জন্য
অনেক দিনের আটকে থাকা কাজ সহজেই শেষ হয়ে যাবে।
410
Image Credit : Social Media
তাছাড়া বাড়িতে কোনও শুভ কাজও সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে
চাকরি এবং ব্যবসাতে উন্নতির প্রবল সম্ভাবনা। সেইসঙ্গে, পরিবারে সকলের সঙ্গে ভালোই সময় কাটবে।
510
Image Credit : Getty
মিথুন রাশি: সুদিন আসছে এই রাশির জাতক-জাতিকাদের জন্য
যারা চাকরি খুঁজছেন, তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে, আর্থিক পরিস্থিতির উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গেই হাতে আসবে অনেক টাকা।
610
Image Credit : Getty
হতে পারে প্রোমোশন
ব্যবসাতে বড় চুক্তি থেকে লাভের সম্ভাবনা প্রবল।
710
Image Credit : Getty
কুম্ভ রাশি: আগামী বছর এই রাশির জাতক-জাতিকাদের জন্য দুর্দান্ত সময় অপেক্ষা করে আছে
আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে এবং বাড়বে আয়।
810
Image Credit : Getty
চাকরিতে মিলবে প্রশংসা
সহকর্মীরাও সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। সঙ্গী/সঙ্গিনীর সঙ্গে সম্পর্ক হবে আরও মজবুত।
910
Image Credit : Getty
তাহলে জেনে গেলেন তো কোন তিন রাশি?
বাকিটা উত্তর দেবে সময়।
1010
Image Credit : Lexica
Disclaimer: কারও ভাগ্য নির্ধারণ এশিয়ানেট নিউজ বাংলা করে দিতে পারে না
তার জন্য বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া জরুরি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
Latest Videos