কোন রাশির জাতক-জাতিকারা সবথেকে বেশি মিথ্যে কথা বলে জানেন? শুনলে চমকে যাবেন
অনেক মানুষ আছেন, যারা অধিকাংশ ক্ষেত্রেই কথায় কথায় মিথ্যা কথা বলেন।
110

Image Credit : Getty
তারা এমনভাবে গুছিয়ে মিথ্যে কথা বলতে পারেন যে, সত্যি পর্যন্ত তাদের কাছে হার মেনে যায়
নির্ভয়ে মিথ্যে কথা বলে যান তারা এবং পারদর্শীও বটে। কিন্তু কোন কোন রাশির (Horoscope Update) জাতক-জাতিকারা এই তালিকায় আছেন?
210
Image Credit : Getty
কর্কট রাশি: এই রাশির জাতক-জাতিকারা মিথ্যে কথা বলতে একেবারে পটু হয়
তাদের সেই মিথ্যে কথা সকলে বিশ্বাসও করে ফেলেন (Rashifal)।
310
Image Credit : Getty
অর্থাৎ, মিথ্যের তালিকায় প্রথম স্থান অধিকার করে রয়েছেন কর্কট রাশির জাতক-জাতিকারা।
তাই মিথ্যে বলাতে সবার আগে আসে এই রাশির নাম।
410
Image Credit : Getty
সিংহ রাশিঃ এই রাশির জাতক-জাতিকাদের মধ্যেও একটা প্রবণতা থাকে সবার নজরে আসার
সেইজন্য এরা প্রায়শই মিথ্যার আশ্রয় নিয়ে থাকে।
510
Image Credit : Getty
শুধু তাই নয়, তাদের মধ্যে অহংকারবোধও দেখা যায়
সেক্ষেত্রে বিভিন্ন সময়ে এরা মিথ্যে কথা বলে থাকেন।
610
Image Credit : Getty
মিথুন রাশিঃ এই রাশির জাতক-জাতিকারা সমাজে বরাবর নিজেদের একটা আলাদা জায়গা করে নিতে চায়
ফলে, চোখের পলকে সত্যকে বদলে রীতিমতো মিথ্যে বলে চালিয়ে দেয় এরা।
710
Image Credit : Getty
এই রাশির জাতক-জাতিকাদের কাছে সত্যকে বিকৃত করে মিথ্যে কথা উপস্থাপন করা কোনও ব্যাপারই নয়
ফলে, বোঝাই যাচ্ছে যে, মিথ্যা বলাতে তারাও পিছিয়ে নেই।
810
Image Credit : Getty
বৃশ্চিক রাশিঃ বাকি তিন জনের মতো এই রাশির জাতক-জাতিকারাও মিথ্যে কথা বলতে বেশ পারদর্শী
তবে তারা যে মিথ্যে কথা বলে, সেটা আবার অনেকে বিশ্বাস না করতে চাইলে তারা জোর করে বিশ্বাস করানোর জন্য মরিয়া হয়ে ওঠেন।
910
Image Credit : Lexica
তাই মিথ্যা এটাও বলেন
সেটা ভালোভাবেই বলে থাকেন।
1010
Image Credit : Freepik
তুলা রাশিঃ এই রাশির জাতক-জাতিকারা সত্যি বলার মাঝে হটাৎ একটি মিথ্যে বলে দেন
অর্থাৎ এই রাশির জাতক-জাতিকাদের মধ্যে একইভাবে মিথ্যে কথা বলার প্রবণতা দেখা যায়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
Latest Videos