- Home
- Astrology
- Horoscope
- জেনে নিন আপনার জন্য কী কী অপেক্ষা করছে, কেমন কাটবে শুক্রবার দিনটি, রইল সংখ্যাতত্ত্বের গণনা
জেনে নিন আপনার জন্য কী কী অপেক্ষা করছে, কেমন কাটবে শুক্রবার দিনটি, রইল সংখ্যাতত্ত্বের গণনা
- FB
- TW
- Linkdin
সংখ্যা ১ ( যে কোনও মাসে ১,১০,১৯ এবং ২৮ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, আর্থিক বিষয় হবে উন্নতি। আজ প্রিয় বন্ধুর সঙ্গে সাক্ষাত হবে। আজ ব্যবসায় হবে উন্নতি। ধর্মীয় বিবাদ থেকে দূরে থাকুন। মানসিক চাপ থাকবে আজ।
সংখ্যা ২ ( যে কোনও মাসে ২,১১,২০ এবং ২৯ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, সামাজিক কাজে সময় কাটবে। আজ পেট সংক্রান্ত সমস্যা দেখা দেবে। আজ পারিবারিক পরিবেশ আনন্দের হবে। আজ সম্পত্তি সংক্রান্ত কাজে আগ্রহ বাড়বে।
সংখ্যা ৩ ( যে কোনও মাসে ৩,১২,২১ এবং ৩০ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, আনন্দে দিন কাটবে। আজ ধর্মীয় কাজে যোগ দিতে পারেন। আজ বিয়ের প্রস্তাব আসবে অবিবাহিতদের। আজ ব্যবসা কাজে লাভ হবে।
সংখ্যা ৪ ( যে কোনও মাসে ৪,১৩,২২ এবং ৩১ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, নতুন পরিকল্পনা নিয়ে উত্তেজনা থাকবে। আজ কাজে ইতিবাচক পরিবর্তন আসবে। আজ কোনও কাজে সফল হবেন। আজ মানসিক শক্তি বজায় রাখুন।
সংখ্যা ৫ ( যে কোনও মাসে ৫,১৪,২৩ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, সম্পত্তি সংক্রান্ত কাজে হবে উন্নতি। স্বাস্থ্য ভালো থাকবে। আজ মানসিক চাপ দেখা দিতে পারে। আজ ব্যবসার কাজে হবে উন্নতি।
সংখ্যা ৬ ( যে কোনও মাসে ৬,১৫ এবং ২৪ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, বাড়ির কাজে সময় দিন। আজ মাইগ্রেন ও গ্যাসের সমস্যা হতে পারে। আজ স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের উন্নতি হবে। মহিলারা ঘরের কাজ সঠিক ভাবে করতে পারবেন।
সংখ্যা ৭ ( যে কোনও মাসে ৭,১৬ এবং ২৫ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন। আজ হঠাৎ কোনও স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা বাড়বে। আজ সম্পত্তি সংক্রান্ত কাজে চিন্তা বাড়বে। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা বাড়তে পারে।
সংখ্যা ৮ ( যে কোনও মাসে ৮,১৭ এবং ২৬ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, নতুন কাজের বিষয় পরিকল্পনা করতে পারেন। আজ শরীর সুস্থ থাকবে। আজ সময় ভালো থাকবে। আজ মানসিক চাপ ও উদ্বেগ বাড়বে।
সংখ্যা ৯ ( যে কোনও মাসে ৯,১৮ এবং ২৭ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, সামাজিক সম্পর্কের সীমানা মজবুত হবে। কাশি, জ্বর ও গলা ব্যথার সমস্যা হতে পারে। আজ পারিবারিক পরিবেশ কোনও ক্রটি হতে পারে। আজ কোনও কাজে অর্থ বিনিয়োগ করতে পারেন।