বাস্তু শাস্ত্র মতে, আজকার অনেকে যেমন বাড়ি তৈরি করছেন তেমনই বহু মানুষ আজকাল ঘর সাজাচ্ছেন। শাস্ত্র মতে, সঠিক নিয়ম মেনে ঘর সাজালে যেমন দূর হবে নেতিবাচক এনার্জি। বাড়িতে পারিবারিক অশান্তি দূর করতে বাস্তু মেনে ঘর সাজান। পারিবারিক অশান্তির কারণ হতে পারে তিনটি বাস্তুদোষ। বাড়িতে ভুলেও এই তিন কাজ করবেন না।