জ্যোতিষ শাস্ত্রে, শুধু গণনা দ্বারা যে সকল সমস্যার কথা আগে থেকে বলা যায় এমন নয়। যে কোনও সমস্যা থেকে নিষ্পত্তির উপায়ও রয়েছে শাস্ত্রে। জ্যোতিষের একটি গুরুত্বপূর্ণ অংশ হল বাস্তু। শাস্ত্র মতে, ব্যক্তির জীবনে সুখ, স্বাচ্ছন্দ্য অনেকাংশে নির্ভর করে বাস্তুর ওপর। বাস্তু বলতে শুধু ঘরের দিক দর্শন নয়। কোন উপায় ঘর সাজাবেন, কোন দিকে কি রাখলে ভালো ফল মিলবে, তা সবই রয়েছে বাস্তু শাস্ত্রে। আজ রইল শুক্রবারের জ্যোতিষ টোটকা।